স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার সংগ্রহ খুব বড় ছিল না, মোটে ২৪০ রানের; কিন্তু এই পুঁজি নিয়েই দলকে সহজ জয় এনে দিলেন লেগস্পিনার জেফ্রে ভেন্ডারসি। তার ঘূর্ণির সামনে ২০৮ রানেই গুটিয়ে যায় ভারত।
সিরিজের প্রথম ওয়ানডে টাই হয়েছিল। কলম্বোয় এবার ৩২ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নতুন অধিনায়ক চারিথ আসালাঙ্কার শ্রীলঙ্কা।
ভারত ২৪১ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা আর শুভমান গিল তুলে দেন ৯৭ রান। ৮১ বলের ঝোড়ো জুটির পর মনে হচ্ছিল সহজেই রান তাড়া করে ফেলবে ভারত।
একটা সময় ১ উইকেটেই ছিল ১১৬ রান। সেখান থেকে আর ৯২ রান তুলতে শেষ ৯ উইকেট হারায় ভারত। ভারতের এই ধ্বস মূলত জেফ্রে ভেন্ডারসির ঘূর্ণিতে। প্রথম ৬টি উইকেটই নেন তিনি। এরপর ৩ উইকেট নেন অধিনায়ক আসালঙ্কা।
রোহিত ৪৪ বলে ৫ চার আর ৪ ছক্কায় খেলেন ৬৪ রানের মারকুটে ইনিংস। গিল ৩৫ আর অক্ষর প্যাটেল করেন ৪৪ রান। বিরাট কোহলি আউট হন ১৪ রান করে।
এর আগে লঙ্কান কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি; কিন্তু দলীয় প্রচেষ্টায় লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। আভিস্কা ফার্নান্দো ৪০, কুশল মেন্ডিস ৩০, চারিথ আসালাঙ্কা করেন ২৫ রান।
১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে লোয়ার অর্ডারের দুনিথ ওয়াল্লালাগে ৩৯ এবং কামিন্দু মেন্ডিস করেন গুরুত্বপূর্ণ ৪০ রান। ৯ উইকেটে ২৪০ রানে থামে লঙ্কানরা। ভারতের ওয়াশিংটন সুন্দর ৩টি এবং কুলদীপ যাদব নেন ২টি উইকেট।
বিজনেস আওয়ার/০৫ আগস্ট /রানা