ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজার ও ব্যাংক খোলা আজ

  • পোস্ট হয়েছে : ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 96

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের অন্যসব অফিস-আদালতের মতো পুঁজিবাজার খুলবে আজ। খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও। সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। আর তা বেলা ২.৩০ মিনিট পর্যন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাব। বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

এরসঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারে লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রবিবার (৪ আগস্ট) সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। এ কারণে রোববার ও সোমবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

প্রবল গণআন্দোলনের মুখে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। সেনাবাহিনীর সহযোগিতায় ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে আজ সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়।

বিজনেস আওয়ার/ ০৬ আগস্ট/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুঁজিবাজার ও ব্যাংক খোলা আজ

পোস্ট হয়েছে : ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের অন্যসব অফিস-আদালতের মতো পুঁজিবাজার খুলবে আজ। খোলা থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও। সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। আর তা বেলা ২.৩০ মিনিট পর্যন্ত চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাব। বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক দাফতরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

এরসঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারে লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রবিবার (৪ আগস্ট) সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়। এ কারণে রোববার ও সোমবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

প্রবল গণআন্দোলনের মুখে আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। সেনাবাহিনীর সহযোগিতায় ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে আজ সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়।

বিজনেস আওয়ার/ ০৬ আগস্ট/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: