ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ দ্রুত সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে, আশা রাশিয়ার

  • পোস্ট হয়েছে : ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 88

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ দ্রুত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে বলে প্রত্যাশা করেছে রাশিয়া।

মঙ্গলবার (৬ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকায় দেশটির দূতাবাস এক বিবৃতিতে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিগগির অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হননি। বাংলাদেশে যেকোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির ওপর কাজ করে সেটা হলো, তা (পরিবর্তন) সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করবো অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ তাড়াতাড়ি সাংবিধানিক নিয়মে ফিরে আসবে।

বিজনেস আওয়ার/ ০৬ আগস্ট/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশ দ্রুত সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে, আশা রাশিয়ার

পোস্ট হয়েছে : ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাংলাদেশ দ্রুত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে বলে প্রত্যাশা করেছে রাশিয়া।

মঙ্গলবার (৬ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকায় দেশটির দূতাবাস এক বিবৃতিতে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিগগির অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হননি। বাংলাদেশে যেকোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির ওপর কাজ করে সেটা হলো, তা (পরিবর্তন) সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করবো অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ তাড়াতাড়ি সাংবিধানিক নিয়মে ফিরে আসবে।

বিজনেস আওয়ার/ ০৬ আগস্ট/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: