বিনোদন ডেস্ক: অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীর। নাটক-সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি তিনি নিজের গাড়ি চালক কর্তৃক চুরির শিকার হয়েছেন। বড় অংকের নগদ টাকা নিয়ে তার গাড়ি চালক পালিয়ে গেছে বলে জানান হাসান জাহাঙ্গীর। সেই গাড়ি চালকের নাম মুরাদ।
হাসান জাহাঙ্গীর ফেসবুকে ড্রাইভার মুরাদের ছবি ও বিস্তারিত তথ্য দিয়ে এক পোস্টে লিখেছেন, ‘ওর নাম মুরাদ। ওকে ধরিয়ে দিন। বড় অংকের নগদ টাকা পয়সা নিয়ে পালিয়েছে। তার দুটি মোবাইল নাম্বার ০১৭৮২৫০৫৯৪৯ ও ০১৬৪৭৬৭৮৬৫৯ বন্ধ। তার বাবার নাম্বারও বন্ধ। ৬ বছর বিশ্বস্ততার সাথে চাকরি করায় মিডিয়া এবং এর বাইরে আমার অনেক কাছের বন্ধু বান্ধবের সাথে পরিচয় রয়েছে। তার সাথে কেউ যোগাযোগ লেনদেন না করার অনুরোধ করছি।
খুব শিগগিরই পরিস্থিতি ভালো হলে থানায় জিডি করা হবে। বিআরটিএর উর্ধ্বতন কর্তৃপক্ষকে তার ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সটি প্রেরণ করা হয়েছে। আশা করি ধরা পড়বে।’
সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘ড্রাইভারকে আপন ভাববেন কিন্তু অন্ধবিশ্বাস করবেন না।’
বিজনেস আওয়ার/০৭ আগস্ট / রানা