বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে এক পলকেই বদলে গেল বাংলাদেশ। গণদাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন চলছে সংস্কার পর্ব। আগামীকাল রাতে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
ছাত্রদের হাত ধরে দেশের সর্বস্তরের মানুষের আন্দোলন হয়ে উঠা গণঅভ্যুত্থান নজর কেড়েছে বিশ্ববাসীর। একে স্বাগত জানিয়েছেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেছেন, ‘বদলে গেছে আমার চেনা বাংলাদেশ! এই বাংলাদেশে গিয়ে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবির শুটিং করেছি? ঈদের দিনে ছবিটা যখন মুক্তি পেল, প্রিমিয়ারে গিয়েছিলাম। দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল। বাংলাদেশের হৃদয় এত উষ্ণ! এত ভালবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে!’
তিনি আরও বলেন, ‘কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল, টের পাইনি তো! বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন। ইলিশ মাছের রকমারি পদ, ঢাকাই জামদানির কথা সকলের জানা। ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে ১৪ রকমের রান্না। ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে। তখনও ঘুণাক্ষরে টের পাইনি, আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে। ঝরবে লাখো লোকের চোখের জল।’
আবারও দুই বাংলা একসঙ্গে কাজ করবে। সেই প্রত্যাশায় এই অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ, তোমায় নিয়ে আমার কোনো নালিশ নেই। সমস্যা নেই, ভয়ও নেই। তুমি ডেকে নিয়ে গিয়ে আমার মাধ্যমে দুই দেশের বিনোদন, সংস্কৃতি, ভাবের আদান-প্রদান ঘটিয়েছ। তাই আবারও তোমার ডাকের অপেক্ষায়। বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হবো, সেখানে কাজ করবো।’
বিজনেস আওয়ার/০৭ আগস্ট / রানা