ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ছোট মাঠে খেলে অভ্যস্ত: সিরিজ জিতে খোঁচা থিকসানার

  • পোস্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • 123

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে টাই। দ্বিতীয় ম্যাচে ৩২ রানের জয় পায় শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোহিত-কোহলিদের ভারতকে পাত্তাই দেয়নি নতুন অধিনায়ক চারিথ আসালঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল। জিতেছে ১১০ রানের বিশাল ব্যবধানে।

নতুন কোচ গৌতম গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ভারত হেরেছে ওয়ানডে সিরিজ। এরই মধ্যে বড়সড় খোঁচা দিলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার। বললেন, ভারত নিজেদের দেশে ছোট মাঠে খেলে অভ্যস্ত বলেই বিপদে পড়েছে।

সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা বলেন, ‘ভারতে ওরা ছোট মাঠে খেলে অভ্যস্ত, আর ভালো উইকেটও পাওয়া যায় ওখানে। কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে আমরা জানতাম, উইকেটে যদি একটু টার্ন থাকে তাহলেই আমরা ম্যাচে রং বদলে দিতে পারব। কারণ আমাদের দলে বেশ ভালো স্পিনার রয়েছে।’

‘শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমাদের খেলোয়াড়রা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, ফলে কোনও অসুবিধা হয় না। এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে, এই ম্যাচে খেলতে পেরে খুব ভালো লাগছে। আর ২৭ বছর পর অবশেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে গর্বিত বোধ করছি’-যোগ করেন থিকসানা।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারত ছোট মাঠে খেলে অভ্যস্ত: সিরিজ জিতে খোঁচা থিকসানার

পোস্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে টাই। দ্বিতীয় ম্যাচে ৩২ রানের জয় পায় শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোহিত-কোহলিদের ভারতকে পাত্তাই দেয়নি নতুন অধিনায়ক চারিথ আসালঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল। জিতেছে ১১০ রানের বিশাল ব্যবধানে।

নতুন কোচ গৌতম গম্ভীর প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ভারত হেরেছে ওয়ানডে সিরিজ। এরই মধ্যে বড়সড় খোঁচা দিলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার। বললেন, ভারত নিজেদের দেশে ছোট মাঠে খেলে অভ্যস্ত বলেই বিপদে পড়েছে।

সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানা বলেন, ‘ভারতে ওরা ছোট মাঠে খেলে অভ্যস্ত, আর ভালো উইকেটও পাওয়া যায় ওখানে। কিন্তু প্রেমাদাসা স্টেডিয়ামে আমরা জানতাম, উইকেটে যদি একটু টার্ন থাকে তাহলেই আমরা ম্যাচে রং বদলে দিতে পারব। কারণ আমাদের দলে বেশ ভালো স্পিনার রয়েছে।’

‘শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমাদের খেলোয়াড়রা এই ধরনের উইকেটে খেলে অভ্যস্ত, ফলে কোনও অসুবিধা হয় না। এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে, এই ম্যাচে খেলতে পেরে খুব ভালো লাগছে। আর ২৭ বছর পর অবশেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে গর্বিত বোধ করছি’-যোগ করেন থিকসানা।

বিজনেস আওয়ার/০৮ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: