স্পোর্টস ডেস্ক:২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের বাইরে পেসার মোহাম্মদ শামি। গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরেও স্কোয়াডে ছিল না শামির নাম। তবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শামিকে পাওয়ার আশা করছে ভারত।
সম্প্রতি শামির ইনজুরি পরীক্ষা-নিরীক্ষা করেছেন নির্বাচকরা। এতে ইতিবাচক ইঙ্গিতই পেয়েছেন তারা। জানিয়েছেন, শামির ইনজুরি দ্রুতই কেটে যাবে। বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে শামির।
বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করছেন শামি। গেল মাসে তাকে বল করতেও দেখা গেছে। তাতে ধারণা করা হচ্ছে, অস্ত্রোপচারের পর অনেকটাই ব্যথামুক্ত শামি।
শামির বল হাতে নেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। বাংলাদেশের বিপক্ষে সিরিজে পুরোদমে বোলিংয়ে ফিরবেন শামি, এমনটিই মত এই নির্বাচকের।
আগারকার বলেন, ‘আমরা কমবেশি জানি, ছেলেরা কারা এই মুহুর্তে কিছু ইনজুরিতে আছে। আশা করি, তারা ফিরে আসবে। সামনে অনেক টেস্ট আসছে। আমাদের কিছুটা গভীরতা দরকার। বুমরাহ, শামি এবং সিরাজ আরও কিছু দিনের জন্য আছেন। এইগুলো সুস্পষ্ট। তবে এর বাইরে অনেকগুলো প্রথম শ্রেণীর ক্রিকেট আসছে; যাতে আমরা ছেলেদের তৈরি করতে পারি।’
সেপ্টেম্বর ও অক্টেবরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। প্রথম ট্স্টে শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
বিজনেস আওয়ার/০৯আগস্ট / রানা