ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব সুপার ওভার খেলতে আপত্তি জানানোয় বাদ পড়ে বাংলা টাইগার্স

  • পোস্ট হয়েছে : ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 60

স্পোর্টস ডেস্ক: শুক্রবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। ম্যাচের ২৪ ঘণ্টা পেরোতো না পেরোতেই উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। এলিমিনেটর ম্যাচে নাকি সুপার ওভার খেলতে আপত্তি জানান সাকিব, তাতেই বিদায় হয়ে গেছে তার দলের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

এমনিতেই ঘরে-বাইরে বেশ‌ চাপের মধ্যে রয়েছেন সাকিব। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। কদিন আগে এক প্রবাসী সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে সংবাদ শিরোনাম হন। এখন নতুন আরেক বিতর্ক।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এলিমিনেটর ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নেন সুপার ওভার করে ম্যাচের ফলাফল নির্ণয়ের। এখানেই সমস্যা তৈরি হয়। সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মাঠে নামতে অস্বীকৃতি জানায়। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবদের বিরুদ্ধে। সুপার ওভারে দল না নামানোয় বাংলা টাইগার্স ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই।

সাকিবদের মাঠে না নামার অবশ্য একটা যুক্তিযুক্ত কারণ ছিল। যদি ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যেতো, তবে গ্রুপপর্বে পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে কোয়ালিফায়ার-টু খেলতো বাংলা টাইগার্সই। কিন্তু আম্পায়াররা সময় স্বল্পতায় শুধু সুপার ওভার খেলানোর সিদ্ধান্ত নেন। তাতেই আপত্তি তোলেন সাকিব।

সাকিব একা নাকি টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। তবে বাংলা টাইগার্সের মালিক জাফির ইয়াসিন মনে করছেন, বিজয়ী নির্ধারণে সুপার ওভার নয়; বরং কমপক্ষে ৫ থেকে ১০ ওভারের ম্যাচ হওয়া উচিত ছিল।

তবে গ্লোবাল টি–টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্যের দাবি, সিদ্ধান্তটা ম্যাচ অফিসিয়ালরা নিয়েছেন এবং সবকিছু টুর্নামেন্টের নিয়ম মেনেই হয়েছে। ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘এক ওভারের শুট আউট (সুপার ওভার) হেরে যাওয়া দলটির জন্য হৃদয়বিদারক হতো। তবু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো উপায়ে এই ম্যাচে (এলিমিনেটরে) যেন ফল হয়। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের প্রবিধানেরই অংশ।’

এ ব্যাপারে গ্লোবাল টি–টোয়েন্টি কর্তৃপক্ষও বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, ‘টসের সময় টরন্টো ন্যাশনালসের অধিনায়ক (কলিন মানরো) উপস্থিত ছিলেন। কিন্তু বাংলা টাইগার্স দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। এর পরিণতি কী হতে যাচ্ছে, ম্যাচ রেফারি (কৃষ্ণ হরিহরন) সাকিব আল হাসানের কাছে সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন। এরপরেই আম্পায়ার টরন্টো ন্যাশনালসকে বিজয়ী ঘোষণা করেন।’

বিজনেস আওয়ার/ ১২আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সাকিব সুপার ওভার খেলতে আপত্তি জানানোয় বাদ পড়ে বাংলা টাইগার্স

পোস্ট হয়েছে : ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: শুক্রবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। ম্যাচের ২৪ ঘণ্টা পেরোতো না পেরোতেই উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য। এলিমিনেটর ম্যাচে নাকি সুপার ওভার খেলতে আপত্তি জানান সাকিব, তাতেই বিদায় হয়ে গেছে তার দলের। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

এমনিতেই ঘরে-বাইরে বেশ‌ চাপের মধ্যে রয়েছেন সাকিব। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে ব্যস্ত ছিলেন তিনি। কদিন আগে এক প্রবাসী সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে সংবাদ শিরোনাম হন। এখন নতুন আরেক বিতর্ক।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এলিমিনেটর ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হয়। আম্পায়াররা সিদ্ধান্ত নেন সুপার ওভার করে ম্যাচের ফলাফল নির্ণয়ের। এখানেই সমস্যা তৈরি হয়। সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মাঠে নামতে অস্বীকৃতি জানায়। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় সাকিবদের বিরুদ্ধে। সুপার ওভারে দল না নামানোয় বাংলা টাইগার্স ছিটকে যায় টুর্নামেন্ট থেকেই।

সাকিবদের মাঠে না নামার অবশ্য একটা যুক্তিযুক্ত কারণ ছিল। যদি ম্যাচটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যেতো, তবে গ্রুপপর্বে পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে কোয়ালিফায়ার-টু খেলতো বাংলা টাইগার্সই। কিন্তু আম্পায়াররা সময় স্বল্পতায় শুধু সুপার ওভার খেলানোর সিদ্ধান্ত নেন। তাতেই আপত্তি তোলেন সাকিব।

সাকিব একা নাকি টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায়নি। তবে বাংলা টাইগার্সের মালিক জাফির ইয়াসিন মনে করছেন, বিজয়ী নির্ধারণে সুপার ওভার নয়; বরং কমপক্ষে ৫ থেকে ১০ ওভারের ম্যাচ হওয়া উচিত ছিল।

তবে গ্লোবাল টি–টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্যের দাবি, সিদ্ধান্তটা ম্যাচ অফিসিয়ালরা নিয়েছেন এবং সবকিছু টুর্নামেন্টের নিয়ম মেনেই হয়েছে। ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘এক ওভারের শুট আউট (সুপার ওভার) হেরে যাওয়া দলটির জন্য হৃদয়বিদারক হতো। তবু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো উপায়ে এই ম্যাচে (এলিমিনেটরে) যেন ফল হয়। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের প্রবিধানেরই অংশ।’

এ ব্যাপারে গ্লোবাল টি–টোয়েন্টি কর্তৃপক্ষও বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, ‘টসের সময় টরন্টো ন্যাশনালসের অধিনায়ক (কলিন মানরো) উপস্থিত ছিলেন। কিন্তু বাংলা টাইগার্স দল মাঠে নামতে অস্বীকৃতি জানায়। এর পরিণতি কী হতে যাচ্ছে, ম্যাচ রেফারি (কৃষ্ণ হরিহরন) সাকিব আল হাসানের কাছে সেটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন। এরপরেই আম্পায়ার টরন্টো ন্যাশনালসকে বিজয়ী ঘোষণা করেন।’

বিজনেস আওয়ার/ ১২আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: