ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লাহোরে শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ

  • পোস্ট হয়েছে : ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 79

স্পোর্টস ডেস্ক: দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব দেয়, বাংলাদেশ দল চাইলে আগেভাগেই তাদের দেশে যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের পাঁচদিন আগে সোমবারই দলকে বিমানে তুলে দেয়। বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা।

ক্রিকেটার, কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে ইসলামাবাদে। সেখান থেকে আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা।

এদিকে ‘এ’ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

বিজনেস আওয়ার/ ১৩আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লাহোরে শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ

পোস্ট হয়েছে : ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানের লাহোরে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর শান্ত-তাসকিনদের ফুল দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিবেশ বিরাজ করায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ ছিল না টাইগারদের। এমতাবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব দেয়, বাংলাদেশ দল চাইলে আগেভাগেই তাদের দেশে যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানের সেই প্রস্তাবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের পাঁচদিন আগে সোমবারই দলকে বিমানে তুলে দেয়। বিশ্রাম নিয়ে পাকিস্তানের মাটিতেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা।

ক্রিকেটার, কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে মোট ১৮ জনের বহর গেছে ইসলামাবাদে। সেখান থেকে আজ মঙ্গলবার সকালে লাহোরে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা।

এদিকে ‘এ’ দলের হয়ে খেলতে আগে থেকেই বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছেন। খেলা শেষ হলে তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

বিজনেস আওয়ার/ ১৩আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: