ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরখাস্ত হচ্ছেন ডিএসসিসি কাউন্সিলর ইরফান সেলিম

  • পোস্ট হয়েছে : ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম তার পদ থেকে সাময়িক বরখাস্ত হতে যাচ্ছেন। সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এ সংক্রান্ত চিঠি জারি করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

আইন অনুযায়ী, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে লিখিত আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় জনপ্রতিনিধি বরখাস্তের সিদ্ধান্ত নেবে। অবৈধভাবে মাদক, অস্ত্র এবং ওয়াকিটকি রাখার অপরাধে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফানকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন, কোনো জনপ্রতিনিধির সাজা হলে আইন অনুযায়ী প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সে অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

উল্লেখ্য, রাজধানীর ধানমণ্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর ইরফান ও তার দেহরক্ষী জাহিদুলকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহার করার দায়ে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বরখাস্ত হচ্ছেন ডিএসসিসি কাউন্সিলর ইরফান সেলিম

পোস্ট হয়েছে : ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম তার পদ থেকে সাময়িক বরখাস্ত হতে যাচ্ছেন। সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এ সংক্রান্ত চিঠি জারি করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

আইন অনুযায়ী, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে লিখিত আকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় জনপ্রতিনিধি বরখাস্তের সিদ্ধান্ত নেবে। অবৈধভাবে মাদক, অস্ত্র এবং ওয়াকিটকি রাখার অপরাধে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফানকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন, কোনো জনপ্রতিনিধির সাজা হলে আইন অনুযায়ী প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সে অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

উল্লেখ্য, রাজধানীর ধানমণ্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর ইরফান ও তার দেহরক্ষী জাহিদুলকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহার করার দায়ে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: