ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে চান এবাদত

  • পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 71

স্পোর্টস ডেস্ক: বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে নিজেকে আমূল বদলে ফেলেছিলেন এবাদত হোসেন। হয়ে উঠেছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। ক্যারিয়ারে যখন বসন্তের সুবাতাস বইছে, ঠিক তখনই হানা দেয় চোট।

চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে। এবাদত হোসেন আবারও জাতীয় দলে ফিরতে চান। এজন্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে পাখির চোখ করেছেন এই পেসার। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশ-ভারত দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

নিজের ফিটনেস নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে এবাদত বলেন, ‘আজকে একটু রানিং করলাম। ফিটনেসের কাজ করলাম, ব্যাটিং করছি, তারপর লাস্টে বোলিং করলাম। বোলিং শুরু করেছি আমি এক দেড় মাস হলো, বোলিং ইন্টেন্সেটি আগে ৭০-৮০ শতাংশ ছিল, ওভাবেই আছে এখনও। ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে শেষ দিকে এসে কী রকম বোলিং করা লাগে বা কী রকম ফিটনেস মেইনটেইন করা লাগে। ওইটাই ফলো করতেছি আপাতত। বোলিং ইন্টেসেটি ৮০ শতাংশের মতোই আছে। আশা করছি দুই-তিন সপ্তাহের মধ্যে যেন ফুল ইন্টেনসেটিতে বোলিং করতে পারি।’

খেলার মাঠে কবে ফিরতে পারবেন বলে আশা করছেন? এবাদতের উত্তর, ‘আমার লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি। ভারতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে। ডিপেন্ড করতেছে যে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু ইতিবাচক হবে। যেহেতু সামনে ভারত সিরিজ আছে, চেষ্টা করছি এর আগে যদি আমি টেস্ট ফিটনেসটা পেয়ে যাই। আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে ভারত সিরিজের আগে নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার, ওখানে সুযোগ পেলে জাজ করতে পারবো কতটুকু ফিট টেস্ট ম্যাচ খেলার জন্য।’

চোটে বিছানায় পড়ে থাকার সময়টা ভীষণ যন্ত্রণাদায়ক ছিল জানিয়ে এবাদত বলেন, ‘এটা সত্যি কথা অনেক কষ্টের সময় ছিল। এটা মনে করতে চাইও না এখন। ওই সময়টা এমন ছিল, সবসময় একা একা লাগতো। কারণ আমি খেলোয়াড় হিসেবে সবসময় মাঠে থাকবো, খেলবো; এক তো হচ্ছে এই কষ্ট। দ্বিতীয়ত আমি হাঁটতেই পারতেছি না। আমি একটু বাইরে যাবো, কারো সঙ্গে দেখা করবো কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা আসলে অনেক কষ্ট, সত্যি কথা এটা মনে করতে চাই না।’

বিজনেস আওয়ার/ ১৪আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে চান এবাদত

পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে নিজেকে আমূল বদলে ফেলেছিলেন এবাদত হোসেন। হয়ে উঠেছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার। ক্যারিয়ারে যখন বসন্তের সুবাতাস বইছে, ঠিক তখনই হানা দেয় চোট।

চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে। এবাদত হোসেন আবারও জাতীয় দলে ফিরতে চান। এজন্য ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে পাখির চোখ করেছেন এই পেসার। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশ-ভারত দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

নিজের ফিটনেস নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে এবাদত বলেন, ‘আজকে একটু রানিং করলাম। ফিটনেসের কাজ করলাম, ব্যাটিং করছি, তারপর লাস্টে বোলিং করলাম। বোলিং শুরু করেছি আমি এক দেড় মাস হলো, বোলিং ইন্টেন্সেটি আগে ৭০-৮০ শতাংশ ছিল, ওভাবেই আছে এখনও। ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে শেষ দিকে এসে কী রকম বোলিং করা লাগে বা কী রকম ফিটনেস মেইনটেইন করা লাগে। ওইটাই ফলো করতেছি আপাতত। বোলিং ইন্টেসেটি ৮০ শতাংশের মতোই আছে। আশা করছি দুই-তিন সপ্তাহের মধ্যে যেন ফুল ইন্টেনসেটিতে বোলিং করতে পারি।’

খেলার মাঠে কবে ফিরতে পারবেন বলে আশা করছেন? এবাদতের উত্তর, ‘আমার লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি। ভারতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে। ডিপেন্ড করতেছে যে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু ইতিবাচক হবে। যেহেতু সামনে ভারত সিরিজ আছে, চেষ্টা করছি এর আগে যদি আমি টেস্ট ফিটনেসটা পেয়ে যাই। আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে ভারত সিরিজের আগে নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার, ওখানে সুযোগ পেলে জাজ করতে পারবো কতটুকু ফিট টেস্ট ম্যাচ খেলার জন্য।’

চোটে বিছানায় পড়ে থাকার সময়টা ভীষণ যন্ত্রণাদায়ক ছিল জানিয়ে এবাদত বলেন, ‘এটা সত্যি কথা অনেক কষ্টের সময় ছিল। এটা মনে করতে চাইও না এখন। ওই সময়টা এমন ছিল, সবসময় একা একা লাগতো। কারণ আমি খেলোয়াড় হিসেবে সবসময় মাঠে থাকবো, খেলবো; এক তো হচ্ছে এই কষ্ট। দ্বিতীয়ত আমি হাঁটতেই পারতেছি না। আমি একটু বাইরে যাবো, কারো সঙ্গে দেখা করবো কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে। এটা আসলে অনেক কষ্ট, সত্যি কথা এটা মনে করতে চাই না।’

বিজনেস আওয়ার/ ১৪আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: