ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতনেও শেয়ারবাজারে বড় উত্থান

  • পোস্ট হয়েছে : ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক: দুই কর্মদিবস পতনের পর আজ বুধবার (১৪ আগস্ট) লেনদেনশেষে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে আজ প্রায় ৮৫ পয়েন্ট। এদিন ডিএসইতে দর বেড়েছে ১১৬ প্রতিষ্ঠানের। বিপরীতে দর কমেছে ২৩৯ প্রতিষ্ঠানের। অর্থাৎ দ্বিগুণ পরিমাণ প্রতিষ্ঠানের দরপতনের পরও শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট। এরপর দুই কর্মদিবসে সূচক কমেছে ১৪৭ পয়েন্ট। বিপরীতে আজ সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট।

আগের দুইদিন শেয়ারবাজারে বড় পতন হলেও আজ লেনদেন শুরু হয়েছে ইতিবাচক প্রবণতায়। তবে সেল প্রেসারে ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ টিকেনি। লেনদেনের ২২ মিনিটের মাথায় ডিএসইর সূচক ২২ পয়েন্ট বেড়ে নিচে টানা নামতে থাকে। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে যায়।

তারপর দুপুর সোয়া ১২টায় ডিএসইর সূচক ৫৮ পয়েন্ট বেশি উঠে লেনদেন হয়। তারপর আবারও পতন। ১২টাকা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। তবে বেলা ১টার পর সূচক আবারও ঊর্ধ্বমুখী হতে থাকে। যা শেষ পর্যন্ত বজায় থাকে। দিনশেষে সূচকের বৃদ্ধি স্থির হয় প্রায় ৮৫ পয়েন্টে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫২ পয়েন্টে। সূচকটি আগেরদিন কমেছিল ৬৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি বা ২৯.২২ শতাংশের। আর দর কমেছে ২৩৯টি বা ৬০.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২টি বা ১০.৫৮ শতাংশের।

এদিন ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকা। লেনদেন বেড়েছে ২২৮ কোটি ৯৮ লাখ টাকার বা ২৩ শতাংশ।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৭১৪২পয়েন্টে।

বিজনেস আওয়ার/ ১৪ আগস্ট/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতনেও শেয়ারবাজারে বড় উত্থান

পোস্ট হয়েছে : ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দুই কর্মদিবস পতনের পর আজ বুধবার (১৪ আগস্ট) লেনদেনশেষে শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে আজ প্রায় ৮৫ পয়েন্ট। এদিন ডিএসইতে দর বেড়েছে ১১৬ প্রতিষ্ঠানের। বিপরীতে দর কমেছে ২৩৯ প্রতিষ্ঠানের। অর্থাৎ দ্বিগুণ পরিমাণ প্রতিষ্ঠানের দরপতনের পরও শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট। এরপর দুই কর্মদিবসে সূচক কমেছে ১৪৭ পয়েন্ট। বিপরীতে আজ সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট।

আগের দুইদিন শেয়ারবাজারে বড় পতন হলেও আজ লেনদেন শুরু হয়েছে ইতিবাচক প্রবণতায়। তবে সেল প্রেসারে ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ টিকেনি। লেনদেনের ২২ মিনিটের মাথায় ডিএসইর সূচক ২২ পয়েন্ট বেড়ে নিচে টানা নামতে থাকে। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে যায়।

তারপর দুপুর সোয়া ১২টায় ডিএসইর সূচক ৫৮ পয়েন্ট বেশি উঠে লেনদেন হয়। তারপর আবারও পতন। ১২টাকা ৫০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। তবে বেলা ১টার পর সূচক আবারও ঊর্ধ্বমুখী হতে থাকে। যা শেষ পর্যন্ত বজায় থাকে। দিনশেষে সূচকের বৃদ্ধি স্থির হয় প্রায় ৮৫ পয়েন্টে।

বুধবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫২ পয়েন্টে। সূচকটি আগেরদিন কমেছিল ৬৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৬টি বা ২৯.২২ শতাংশের। আর দর কমেছে ২৩৯টি বা ৬০.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২টি বা ১০.৫৮ শতাংশের।

এদিন ডিএসইতে ১ হাজার ২৪৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫ কোটি ১ লাখ টাকা। লেনদেন বেড়েছে ২২৮ কোটি ৯৮ লাখ টাকার বা ২৩ শতাংশ।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৭১৪২পয়েন্টে।

বিজনেস আওয়ার/ ১৪ আগস্ট/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: