আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটোনায় আহত হয়েছে আরও ৭০ জনের বেশি মানুষ। এর মধ্যে অধিকাংশই ওই মাদরাসার শিক্ষার্থী।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে পেশোয়ারের দির কলোনির স্পিন জামাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই মসজিদটিতে স্থানীয় শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। খবর ডন, আল জাজিরা।
মানসুর আমান নামে পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণের খবর নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
ওয়াকার আজিম নামে অপর এক পুলিশ কর্মকর্তা জানান, শিশুদের কুরআন শিক্ষার ক্লাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেউ একজন বিস্ফোরকের ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকেছিল। বিস্ফোরণে দুই শিক্ষক আহত হয়েছেন।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, ওই হাসপাতালে সাতটি মরদেহ এবং আহত ৭০ জনকে আনা হয়েছে।
বিস্ফোরণের স্থান পরিদর্শন করে খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সেলিম ঝাগরা জানিয়েছেন, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ