স্পোর্টস ডেস্ক:পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ। তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে দলে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার থাকা বাকিদের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলেই মনে করছেন বাংলাদেশের পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদ।
২১ আগস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ নিয়ে সব খেলোয়াড়ই উচ্ছ্বসিত, জানালেন মুশতাক। দলে সাকিব-মুশফিকের প্রভাব নিয়ে তিনি বলেন,’সাকিব ও মুশফিক সিনিয়র খেলোয়াড়। তারা ছেলেদের সঙ্গে থেকে ইতিবাচক ভূমিকা পালন করছে। আমি ম্যানেজমেন্টকেও কৃতিত্ব দিই যাদের খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এখন মনোযোগ শুধু ক্রিকেটে।’
ঘরের মাঠে মনে রাখার মতো অনেক সাফল্য থাকলেও দেশের বাইরে টেস্ট রেকর্ড ওত ভালো না বাংলাদেশের। দুই বা তার বেশি ম্যাচের সিরিজে তারা কেবল একবারই বিদেশে টেস্ট সিরিজ জিতেছে, সেটা ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে।
তবে মুশতাক মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য আছে। যদি ধারাবাহিকভাবে তারা শিখতে থাকে এবং নিজের ওপর বিশ্বাস রাখে তবে দেশের বাইরেও জিততে শুরু করবে।
মুশতাক বলেন, ‘স্কিল লেভেল নিজেদেরই বাড়াতে হবে।আমরা তাদের বিশ্বাসটা তৈরি করে দেব যে, তোমরা যে কাউকে হারাতে পারো। বাংলাদেশ ভালো দল। আপনি দেখেছেন বিশ্বকাপে তারা ভালো দলকে চ্যালেঞ্জ করেছে। তারা ভালো ফাস্ট বোলার পাচ্ছে। তারা একটা ভালো দিকে যাচ্ছে। যদি তারা শিখতে থাকে এবং নিজের উপর বিশ্বাস রাখে, আশা করি, তারা বাইরেরও জিততে শুরু করবে।’
বিজনেস আওয়ার/ ১৬আগস্ট / রানা