স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান সিরিআয় ইব্রাহিমোভিচ ম্যাজিকের পরও জয়হীন রইলো রোজোনেরিরা। ড্র হয়েছে দুই জায়ান্ট এসি মিলান এবং রোমার ম্যাচ। ৩-৩ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়েছে ম্যাচটি।
মিলান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে রোমার বিপক্ষে দাপট দেখায় স্বাগতিকরা। তবে, ছেড়ে কথা বলার পাত্র ছিলোনা লা গিয়াল্লোরোসিরা। জবাব দিয়েছে সমানে সমান।
২ মিনিটেই দলকে এগিয়ে জলাতান ইব্রাহিমোভিচ। রাফায়েলের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম লেখান এই সুইডিশ তারকা। গোল খেয়ে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি রোমাকে। এডেন জেকো দলকে সমতায় নিয়ে আসেন ১৪ মিনিটেই।
প্রথমার্ধে এরপর শুধু আক্রমণই করে গেছে দু দল। কিন্তু সবই নিষ্ফলা। বিরতি থেকে ফিরে একেবারেই সময় নষ্ট করেনি মিলান। আবারো সেই রাফায়েলের অ্যাসিস্ট। তবে, এবার স্কোরার সালিমেকারস।
এই গোলে বেশ অনেকক্ষণই লিড ধরে রাখে স্বাগতিকরা। কিন্তু রোমা আবারো সমতায় ফেরে ভেরেটৌটের পেনাল্টি গোলে। ৮ মিনিট বাদেই মিলানের ত্রাণকর্তা হয়ে দেখা দেন সেই বুড়ো ঘোড়া। ইব্রাহিমোভিচ। ৩-২ এ এগিয়ে যায় এসি মিলান।
তবে, ম্যাচটায় কাউকে জিততে দিতে চান নি ফুটবল বিধাতা। তাই তো ৮৪ মিনিটেই দলকে তৃতীয় বারের মতো সমতায় ফেরান কুম্বুলা। শেষ পর্যন্ত ৩-৩ গোলে শেষ হয় দুই জায়ান্টের লড়াই।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ