ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শত্রুতা করেই বাবরকে শীর্ষে রাখে আইসিসি

  • পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • 73

স্পোর্টস ডেস্ক: শত্রুতা করেই বাবর আজমকে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে রেখেছে আইসিসি, এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তার দাবি, আইসিসি চায় না বাবর পারফর্ম করুক। যে কারণে পারফর্ম না করা একজন ক্রিকেটারকে এখনো র‌্যাংকিংয়ের শীর্ষে রেখেছে সংস্থাটি।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনে শুভমান গিল ও চারে আছেন বিরাট কোহলি। তবে এক নম্বরেই রয়ে গেছেন বাবর। অথচ ২০২৩ সালের নভেম্বর থেকে ওয়ানডে ক্রিকেটে বলার মতো কোনো পারফর্ম করছেন না বাবর।

বাসিত আইসিসির র‌্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, এই র‌্যাংকিং শুধু পারফর্ম বিবেচনায় হয় না। অন্য কোনো বিষয়ও এখানে থাকতে পারে বলে মনে করেন তিনি।

নিজের ইউটিউব চ্যালেনে এমন দাবি করেছেন বাসিত। সেখানে তিনি বলেন, ‘যখন আমি আইসিসি র্যাঙ্কিং (ওডিআই ব্যাটার্স) দেখেছিলাম, বাবর আজম শীর্ষে ছিলেন। দুই নম্বরে ছিলেন রোহিত শর্মা। তিন নম্বরে ছিলেন শুভমান গিল এবং তারপরে চতুর্থ নম্বরে ছিলেন বিরাট কোহলি। বাকিন নামগুলো আমি পড়ার প্রয়োজন মনে করিনি। কারণে (প্রথম চারজনের মধ্যে) ট্রাভিস হেড এবং রাচিন রাবিন্দ্রের নাম দেখিনি। সেখানে বাবর আজম আর শুভমান গিল?’

বাসিতের মতে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও নিউজিল্যান্ডের রাচিন রাবিন্দ্রা। কিন্তু তারা র‌্যাংকিংয়ের শীর্ষ পর্যায়ের দিকে নেই। এই দুই ব্যাটারকে বাদ দেওয়ার কারণে আইসিসির র‌্যাংকিং সাজানোর মানদণ্ড দিয়ে প্রশ্ন তুলেছেন বাসিত।

বাসিত বলেন, ‘বিশ্বকাপের সময় আমরা রাচিন রাবিন্দ্রা, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং এমনকি বিরাট কোহলির মতো খেলোয়াড়দের থেকে ব্যতিক্রমী পারফরম্যান্স দেখেছি। যারা একাধিক সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে বিশ্বকাপে শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন বাবর। এরপর আর কোনো ওয়ানডে খেলেনি সে। এটা বিস্ময়কর যে, সে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে।’

বিজনেস আওয়ার/ ১৬আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শত্রুতা করেই বাবরকে শীর্ষে রাখে আইসিসি

পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: শত্রুতা করেই বাবর আজমকে ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে রেখেছে আইসিসি, এমন দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। তার দাবি, আইসিসি চায় না বাবর পারফর্ম করুক। যে কারণে পারফর্ম না করা একজন ক্রিকেটারকে এখনো র‌্যাংকিংয়ের শীর্ষে রেখেছে সংস্থাটি।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা। তিনে শুভমান গিল ও চারে আছেন বিরাট কোহলি। তবে এক নম্বরেই রয়ে গেছেন বাবর। অথচ ২০২৩ সালের নভেম্বর থেকে ওয়ানডে ক্রিকেটে বলার মতো কোনো পারফর্ম করছেন না বাবর।

বাসিত আইসিসির র‌্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, এই র‌্যাংকিং শুধু পারফর্ম বিবেচনায় হয় না। অন্য কোনো বিষয়ও এখানে থাকতে পারে বলে মনে করেন তিনি।

নিজের ইউটিউব চ্যালেনে এমন দাবি করেছেন বাসিত। সেখানে তিনি বলেন, ‘যখন আমি আইসিসি র্যাঙ্কিং (ওডিআই ব্যাটার্স) দেখেছিলাম, বাবর আজম শীর্ষে ছিলেন। দুই নম্বরে ছিলেন রোহিত শর্মা। তিন নম্বরে ছিলেন শুভমান গিল এবং তারপরে চতুর্থ নম্বরে ছিলেন বিরাট কোহলি। বাকিন নামগুলো আমি পড়ার প্রয়োজন মনে করিনি। কারণে (প্রথম চারজনের মধ্যে) ট্রাভিস হেড এবং রাচিন রাবিন্দ্রের নাম দেখিনি। সেখানে বাবর আজম আর শুভমান গিল?’

বাসিতের মতে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও নিউজিল্যান্ডের রাচিন রাবিন্দ্রা। কিন্তু তারা র‌্যাংকিংয়ের শীর্ষ পর্যায়ের দিকে নেই। এই দুই ব্যাটারকে বাদ দেওয়ার কারণে আইসিসির র‌্যাংকিং সাজানোর মানদণ্ড দিয়ে প্রশ্ন তুলেছেন বাসিত।

বাসিত বলেন, ‘বিশ্বকাপের সময় আমরা রাচিন রাবিন্দ্রা, কুইন্টন ডি কক, ট্র্যাভিস হেড এবং এমনকি বিরাট কোহলির মতো খেলোয়াড়দের থেকে ব্যতিক্রমী পারফরম্যান্স দেখেছি। যারা একাধিক সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে বিশ্বকাপে শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন বাবর। এরপর আর কোনো ওয়ানডে খেলেনি সে। এটা বিস্ময়কর যে, সে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে।’

বিজনেস আওয়ার/ ১৬আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: