স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন- এমন খবর ছড়িয়ে পড়েছিল গতকাল বৃহস্পতিবার রাতে। দেশের শীর্ষস্থানীয় এক বাংলা পত্রিকা বিসিবির এক পরিচালকের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছিল।
পাপনের এমন ইচ্ছে নিয়ে সংবাদ প্রচার হলেও বিসিবির কোন পরিচালক এই খবর দিয়েছেন, তার নাম অবশ্য প্রতিবেদনে ছিল না। সেখানে বলা হয়েছে, বিসিবি এক পরিচালকের সঙ্গে আলাপকালে পাপন তার ইচ্ছার কথা জানিয়েছেন এবং সেই পরিচালক গণমাধ্যমটির সঙ্গে আলাপকালে তা প্রকাশ করেছেন।
খুব স্বাভাবিকভাবেই ওই প্রতিবেদনের পর চারদিকে হট কেকের মতো খবর ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে একটি কৌতুহলি প্রশ্নও জেগেছে। কোন পরিচালকের সঙ্গে কথা বলেছেন পাপন?
সে কৌতুহল মেটাতে আহমেদ সাজ্জাদুল আলম ববি, মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু ও কাজী এনামের মতো কয়েকজন শীর্ষ ও সিনিয়র পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়। পাপন যে পদত্যাগ করতে চেয়েছেন তারা কেউ জানেন না।
তবে আজ শুক্রবার সকালে জালাল ইউনুস কে জানান তার সারমর্ম হলো, পাপন সত্যিই কোনো বোর্ড পরিচালকের সঙ্গে পদত্যাগের কথা বলে থাকতে পারেন। সে কারণেই মুখে এমন কথা। তবে কার সঙ্গে কথা বলেছে, তা পরিচালকদের কেউ বলছেন না। তাই তার কাছেও ব্যাপারটা পরিষ্কার নয়।
অন্যদিকে কাজী এনাম ও ইফতেখার রহমান মিঠুর কথায় পরিষ্কার বোঝা গেছে, পাপন সত্যিই পদত্যাগের কথা জানিয়েছেন। এই দুই পরিচালক বক্তব্যে বলেন, ‘আমাদের সঙ্গে পাপন ভাইয়ের কথা হয়নি। তবে তার পদত্যাগের খবর মিথ্যে নয়। সত্য।’
আরেক সিনিয়র পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও জানিয়েছেন, পাপনের পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানি না। তিনি জানান, পাপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু পাননি। ফোন বন্ধ ছিল। এমনকি পাপনও ববির সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাই তার (ববির ) জানা নেই, প্রকৃত ঘটনা কী? পাপন সত্যিই পদত্যাগ করবেন কিনা, সে সম্পর্কেও কিছু জানেন না ববি।
মাহবুব আনামই একমাত্র পরিচালক যিনি তেমন কিছুই বলেননি। তার মুখ থেকেই ‘না ’ ছাড়া আর একটি শব্দও বের হয়নি। আকরাম খান ও খালেদ মাহমুদ সুজনের মুখেও ছিল একই সুর।
তবে জালাল ইউনুস, ইফতেখার রহমান মিঠু ও কাজী এনাম- এই তিন পরিচালকের কথায় মনে হচ্ছে, ঘটনা সত্য। পাপন সত্যিই বিসিবিপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।
এদিকে সবার জানা, কয়েকদিন আগে সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজনের সঙ্গে বিসিবির ৭ পরিচালক- আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, ইফতেখার রহমান মিঠু ও কাজী এনাম অর্ন্তবর্তীকালিন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করে এসেছেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর খোদ পাপন এবং অন্য পরিচালকদের বড় অংশ লোক চক্ষুর আড়ালে চলে গেছেন। যতদূর জানা গেছে, বিসিবিপ্রধান পাপন সম্ভবত দেশের বাইরে (যুক্তরাজ্য) অবস্থান করছেন।
খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, পাপন ওই ৭ জনের কারো সঙ্গেই হয়তো পদত্যাগের বিষয়ে কথা বলেছেন। বোর্ডের আশপাশে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে একটি নাম; মাহবুবুল আনাম। শোনা যাচ্ছে, মাহবুব আনামের সঙ্গেই নাকি পদত্যাগ ইস্যুতে কথা হয়েছে পাপনের।
যার সঙ্গেই কথা হোক না কেন, একটা বিষয় নিশ্চিত ও সত্য যে, পাপন বিসিবিপ্রধান পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন। তবে সেটাও একটা প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। জানা গেছে, বিসিবি পরিচালক পর্ষদের সভাপতি পদ থেকে পাপন পদত্যাগ করলে তা গৃহীত হওয়ার জন্য একটি বোর্ড সভা আয়োজন করতে হবে।
বিজনেস আওয়ার/ ১৬আগস্ট / রানা