ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় ম্যানইউর

  • পোস্ট হয়েছে : ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 66

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেলো ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মৌসুম। প্রথম ম্যাচে মাঠে নামলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহাম। মৌসুমের উদ্বোধনী ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানইউ। এই ম্যাচে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।

শুক্রবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে ম্যানইউকে। শেষ সময়ে ম্যাচের একমাত্র গোলটি হয়। গোল করেন ম্যানইউর সঙ্গে এই মৌসুম থেকে চুক্তিবদ্ধ হওয়া ডাচ তারকা জসুয়া জির্কজি।

মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাটিতে হচ্ছে, এমনটি মনে করে বেশ প্রফুল্ল ছিলেন ম্যানইউর সমর্থকরা। কিন্তু খেলা দেখে নাভীশ্বাস বাড়ছিল দর্শকদের। যদিও ৮৭ মিনিটের গোলে তাদের হৃদস্পন্দন বন্ধ হয়। এই ম্যাচে নতুন করে চুক্তি করা ৪ চারজনের অভিষেক ঘটে ম্যানইউর জার্সিতে। ইংল্যান্ডের সেরা লিগ প্রতিযোগিতার প্রথম ম্যাচ হওয়ার কারণে গ্যালারিতে অনেক নবাগত দর্শকদেরও দেখা গেছে।

প্রথমার্ধে ফুলহামের রক্ষণ ভাঙতে না পেরে হতাশ হয় ম্যানইউ। গোল করার সুযোগ পেয়েও মিস করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে সেই হতাশা আরও বাড়তে থাকে। কারণ, ম্যাচের সময় কমতে থাকলেও গোলের দেখা পাচ্ছে না রেড ডেভিলরা। অবশেষে মূল সময়ের মাত্র ৩ মিনিট বাকি থাকতে গোল করেন জির্কজি। সেই গোলেই জয় নিশ্চিত করে গোটা ৩ পয়েন্ট পেয়ে যায় ম্যানইউ।

অভিষেক ম্যাচে গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন জির্কজি। ম্যাচ পরবর্তী বক্তব্যে ‘স্কাই স্পোর্টস’কে তিনি বলেন, ‘এখানে আমার প্রথম হোম ম্যাচে জিততে এবং গোল করতে পেরেছি। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমাকে বলা হয়েছে, (স্ট্রেটফোর্ড এন্ডে গোল করা) ম্যান ইউনাইটেডের সেরা অনুভূতিগুলোর একটি। আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্য যে, আমি আমার প্রথম ম্যাচে এটি অনুভব করতে পেরেছি। এটি একটি আশ্চর্যজনক অনুভূতি।

‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বড় ক্লাব। আপনার সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত। এর মধ্যে রয়েছে দিনে দিনে শতভাগ প্রদান করা। এটাই পরিকল্পনা। সবকিছুই ভালো মনে হচ্ছে’-যোগ করেন জির্কজি।

বিজনেস আওয়ার/ ১৭আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় ম্যানইউর

পোস্ট হয়েছে : ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেলো ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মৌসুম। প্রথম ম্যাচে মাঠে নামলো ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহাম। মৌসুমের উদ্বোধনী ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানইউ। এই ম্যাচে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।

শুক্রবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে ম্যানইউকে। শেষ সময়ে ম্যাচের একমাত্র গোলটি হয়। গোল করেন ম্যানইউর সঙ্গে এই মৌসুম থেকে চুক্তিবদ্ধ হওয়া ডাচ তারকা জসুয়া জির্কজি।

মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাটিতে হচ্ছে, এমনটি মনে করে বেশ প্রফুল্ল ছিলেন ম্যানইউর সমর্থকরা। কিন্তু খেলা দেখে নাভীশ্বাস বাড়ছিল দর্শকদের। যদিও ৮৭ মিনিটের গোলে তাদের হৃদস্পন্দন বন্ধ হয়। এই ম্যাচে নতুন করে চুক্তি করা ৪ চারজনের অভিষেক ঘটে ম্যানইউর জার্সিতে। ইংল্যান্ডের সেরা লিগ প্রতিযোগিতার প্রথম ম্যাচ হওয়ার কারণে গ্যালারিতে অনেক নবাগত দর্শকদেরও দেখা গেছে।

প্রথমার্ধে ফুলহামের রক্ষণ ভাঙতে না পেরে হতাশ হয় ম্যানইউ। গোল করার সুযোগ পেয়েও মিস করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে সেই হতাশা আরও বাড়তে থাকে। কারণ, ম্যাচের সময় কমতে থাকলেও গোলের দেখা পাচ্ছে না রেড ডেভিলরা। অবশেষে মূল সময়ের মাত্র ৩ মিনিট বাকি থাকতে গোল করেন জির্কজি। সেই গোলেই জয় নিশ্চিত করে গোটা ৩ পয়েন্ট পেয়ে যায় ম্যানইউ।

অভিষেক ম্যাচে গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন জির্কজি। ম্যাচ পরবর্তী বক্তব্যে ‘স্কাই স্পোর্টস’কে তিনি বলেন, ‘এখানে আমার প্রথম হোম ম্যাচে জিততে এবং গোল করতে পেরেছি। এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমাকে বলা হয়েছে, (স্ট্রেটফোর্ড এন্ডে গোল করা) ম্যান ইউনাইটেডের সেরা অনুভূতিগুলোর একটি। আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্য যে, আমি আমার প্রথম ম্যাচে এটি অনুভব করতে পেরেছি। এটি একটি আশ্চর্যজনক অনুভূতি।

‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বড় ক্লাব। আপনার সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করা উচিত। এর মধ্যে রয়েছে দিনে দিনে শতভাগ প্রদান করা। এটাই পরিকল্পনা। সবকিছুই ভালো মনে হচ্ছে’-যোগ করেন জির্কজি।

বিজনেস আওয়ার/ ১৭আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: