ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুরুর আগেই পাকিস্তান সিরিজ শেষ জয়ের

  • পোস্ট হয়েছে : ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • 96

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজ শেষ হতে এখনো বাকি ৩দিন। এরইমধ্যে বাংলাদেশে শিবিরে বড় দুঃসংবাদ। কুঁচকির চোটে পড়ে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়।

গতকাল শুক্রবার শেষ হওয়া পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন জয়। এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

দেবাশিষ জানিয়েছেন, ফিল্ডিং করতে গিয়ে ডান কুঁচকিতে ব্যথা পেয়েছেন জয়। তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।

জয়ের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হবে, সেটি এখনো জানাননি নির্বাচকরা। আগামীকাল রোববার নিশ্চিত হওয়া যাবে এই ওপেনারের পরিবর্তে পাকিস্তান সিরিজে কে থাকবেন।

জয়কে না পেয়ে এই সিরিজে বড় ক্ষতির মুখোমুখিই হলো বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, সম্প্রতি দারুণ ফর্মে ছিলেন এই বাংলাদেশ টেস্ট ওপেনার।

ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেন জয়। কিন্তু চোটে পড়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটই ধরতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।

বিজনেস আওয়ার/ ১৭ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শুরুর আগেই পাকিস্তান সিরিজ শেষ জয়ের

পোস্ট হয়েছে : ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজ শেষ হতে এখনো বাকি ৩দিন। এরইমধ্যে বাংলাদেশে শিবিরে বড় দুঃসংবাদ। কুঁচকির চোটে পড়ে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়।

গতকাল শুক্রবার শেষ হওয়া পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন জয়। এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

দেবাশিষ জানিয়েছেন, ফিল্ডিং করতে গিয়ে ডান কুঁচকিতে ব্যথা পেয়েছেন জয়। তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।

জয়ের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হবে, সেটি এখনো জানাননি নির্বাচকরা। আগামীকাল রোববার নিশ্চিত হওয়া যাবে এই ওপেনারের পরিবর্তে পাকিস্তান সিরিজে কে থাকবেন।

জয়কে না পেয়ে এই সিরিজে বড় ক্ষতির মুখোমুখিই হলো বাংলাদেশ ক্রিকেট দল। কারণ, সম্প্রতি দারুণ ফর্মে ছিলেন এই বাংলাদেশ টেস্ট ওপেনার।

ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেন জয়। কিন্তু চোটে পড়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটই ধরতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে।

বিজনেস আওয়ার/ ১৭ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: