স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে গত কয়েকদিন রাজনৈতিক অস্থিরতা ছিল। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল চাইলে আগেভাগে তাদের দেশে পা রাখতে পারে।
বাংলাদেশও সেই প্রস্তাব লুফে নেয়। নির্ধারিত সময়ের চারদিন আগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখেন শান্ত-তাসকিনরা। বর্তমানে তারা অবস্থান করছেন লাহোরে।
আগেভাগে পাকিস্তান যাওয়াতে প্রস্তুতিটা ভালোই হচ্ছে বাংলাদেশের। কিন্তু অস্বস্তি দেখা দিয়েছে অন্য এক কারণে। পাকিস্তানে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে বেশ কয়েকদিন ধরে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
ইন্টারনেটের ধীরগতির গতির কারণে দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সফরকারী দলের ক্রিকেটাররা। সেজন্য তারা নাকি টিম ম্যানেজম্যান্টের কাছে অভিযোগও জানিয়েছেন।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে ধীরগতির ইন্টারনেটের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।
সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ধারণা করা হচ্ছে, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতেই পাকিস্তানে সীমিত করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। যদিও ঠিক কী কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে, পাকিস্তানের গণমাধ্যমে তার পরিষ্কার ব্যাখ্যা দেখা যাচ্ছে না।
সূত্র: ক্রিকেট পাকিস্তান, খেল নাউ, দুনিয়া নিউজ, ওয়ান ক্রিকেট
বিজনেস আওয়ার/ ১৭ আগস্ট / রানা