স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২০২৫ মৌসুম শুরু করেছে আর্সেনাল ও লিভারপুল। ওলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আরতেতার আর্সেনাল। অন্যদিকে ইপসউইচের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল।
গতকাল শনিবার নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলতে নামে আর্সেনাল। এই ম্যাচে গোল করান ও গোল করেন বুকায়ো সাকা।
২৫ মিনিটে সাকার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন কাই হ্যাভের্টজ। এই গোল অবশ্য আরতেতাকে স্বস্তি এনে দিতে পারেনি, যতক্ষণ না সাকা গোল করেছেন। ৭৪ মিনিটে সাকা গোল করলে ব্যবধান ২-০ করতে পারে আর্সেনাল। তখনই স্বস্তি অনুভব করেন আরতেতা।
ম্যাচ শেষে শিষ্যদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন আর্সেনাল কোচ আরতেতা। তিনি বলেন, আমি সত্যিই খুশি। প্রথম ম্যাচে আপনি কীভাবে খেলবেন, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আমাদের ১-০ ব্যবধানের পরের মুহূর্ত ছিল, যখন আমরা নিয়ন্ত্রণে ছিলাম না। কিন্তু সাকার গোলের পরে আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিলাম। ছেলেরা যেভাবে তাদের কাজ করেছে তা অবিশ্বাস্য, তাই খুব খুশি।
অন্যদিকে লিভারপুলের ২-০ ব্যবধানের জয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দিয়াগো জোতা। ইপসউইচের মাঠে গিয়ে প্রথমার্ধে গোল করতে পারেনি লিভারপুল। ৬০ মিনিটে জোতার গোলে লিড পায় আর্নে স্লটের শিষ্যরা। তাকে অ্যাসিস্ট করেন সালাহ।
৫ মিনিট পর সালাহ নিজেই গোল করেন। এতে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। এতে ধুলিস্মাৎ হয়ে যায় ইপসউইচের স্বপ্ন। একটি গোলও শোধ করতে পারেনি তারা। গোটা ৩ পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করে লিভারপুল।
বিজনেস আওয়ার/ ১৮ আগস্ট / রানা