স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া স্পিনার হলেন কেশভ মহারাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে এই রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
কেশভের ঝুলিতে এখন রয়েছে ১৭১টি উইকেট। ৫২ টেস্টে ৩০.৭৮ গড়ে এবং ৫৮.৯ স্ট্রাইকরেট দিয়ে এই উইকেট শিকার করেছেন তিনি।
১৯৪৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা হিউ টেফিল্ড এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন। হিউ টেফিল্ড নিজের টেস্ট ক্যারিয়ারে ১৭০টি উইকেট শিকার করেছিলেন। ৬৪ বছর পর প্রোটিয়া কোনো স্পিনার তার স্থান দখলে নিলেন।
মহারাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ২ ম্যাচের টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়ে এই ইতিহাস গড়েছেন। সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ১-০ ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটি ড্র হয়েছিল।
টেস্টে প্রোটিয়াদের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া ৫ স্পিনার
১. কেশভ মহারাজ-১৭১টি
২. হিউ টেফিল্ড-১৭০টি
৩. পল অ্যাডামস ১৩৪টি
৪. পল হ্যারিস ১০৩টি
৫. নিকি বোয়ে ১০০টি
বিজনেস আওয়ার/ ১৯ আগস্ট / রানা