বিনোদন ডেস্ক: মাসখানেক বন্ধ ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সেবা। ছাত্র আন্দোলনের জেরে সেখানে ভাঙচুরও চালানো হয়। গতকাল সোমবার থেকে আবার সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সরকারের অধীনে চালু হওয়া বিআরটিএতে সেবা নেওয়ার অভিজ্ঞতা পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
যেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
বিআরটিএতে সেবা গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিআরটিএতে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমতো কাজ করছে।
মনে হলো দৃশ্যত কোনো দালালজাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগল।’
বিআরটিএতে সেবাদাতাদের বিপরীত চিত্রটাও তুলে ধরেছেন এ নির্মাতা। তিনি লিখেছেন, ‘কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ।
কারণ হয়তো একটাই—তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাশ মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম, কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নেই। মিল নেই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকা লুটের।’
তিনি আরো লিখেছেন, ‘ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায়বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন।
বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শোনেন, দেখবেন, হাঁ-হুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে।’এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডাটা সেন্টার, পুড়ে যায় ভেহিকল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান।
বিজনেস আওয়ার/ ১৯ আগস্ট / রানা