ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১৯ দাবি আর ৭২ ঘণ্টার আলটিমেটাম ভলিবল খেলোয়াড়দের

  • পোস্ট হয়েছে : ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • 73

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনসহ ১৯টি দাবি নিয়ে সোমবার পল্টনের ভলিবল স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন ভলিবলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তারা এই দাবি পূরণের জন্য ৭২ ঘণ্টা আলটিমেটামও দিয়েছেন।

সাঈদ আল জাবীর, হরষিত বিশ্বাস, সোহেল রানা, ইমরান হায়দার কাঞ্চন, মাসুদ মিলন, কায়সার হামিদ, আতিক, নারায়ণ, রাশেদ, আব্দুল মুমিন সাদ্দামরা উপস্থিত ছিলেন মানববন্ধনে। ঘুণে ধরা ভলিবল ফেডারেশনকে বাঁচাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা।

কোটা আন্দোলনে অংশ নেওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভলিবল খেলোয়াড়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়রাও সংস্কারের দাবিতে জড়ো হন ভলিবল ফেডারেশন প্রাঙ্গণে। বর্তমান কমিটির নানান দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

বর্তমান কমিটির পদত্যাগ এবং অতিসত্তর অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠিও দিয়েছেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তারা দিয়েছেন ৭২ ঘণ্টার আলটিমেটাম।

১৯ দফা দাবি পূরণ না হলে আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন এই মানববন্ধনের সমন্বয়ক সোহেল, সাদ্দামরা। ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে সেখানে ৩০ ভাগ সাবেক জাতীয় খেলোয়াড়দের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।

সাবেক তারকা খেলোয়াড় সোহেল রানা বলেন, ‘আমরা ১৯ দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রধানতম দাবিই হচ্ছে বর্তমান কমিটির সদস্যদের পদত্যাগ। আমরা চাই অতিসত্ত্বর অ্যাডহক কমিটি গঠিত হোক ৩০ ভাগ সাবেক খেলোয়াড় রেখে। আশাকরি মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আমাদের যৌক্তিক ১৯ দফা দাবিগুলো দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন।’

সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম বলেছেন, ‘সারা দেশ থেকে আমাদের এই আন্দোলনে খেলোয়াড়রা শামিল হয়েছেন। যারা সশরীরে উপস্থিত হতে পারেননি, তারা স্যোসাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে আামাদের দাবির পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন।’

বর্তমান কমিটির পদত্যাগের পাশাপাশি অন্যান্য দাবির মধ্যে রয়েছে, জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে অডিট কমিটি করা (নিরপেক্ষ অডিট ফার্মের মাধ্যমে সেটা পরিচালিত হতে হবে), কোচিং এবং সিলেকশন কমিটিতে দক্ষ লোক বিশেষ করে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বাধ্যতামূলক রাখা (লেভেল ২ কোচিং কোর্সের জ্ঞান থাকাতে হবে), দেশের নামিদামি কর্পোরেট ক্লাবের পাশাপাশি সমর্থকপুষ্ট জনপ্রিয় ক্লাবগুলোকে লিগে অন্তর্ভুক্ত করা, প্রতি বছর লিগ আয়োজন (নারী ও পুরুষ), আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা আয়োজনসহ জাতীয় দলের কমপক্ষে ১৪/১৫ জন খেলোয়াড়কে বেতন কাঠামোতে যুক্ত করা।

বিজনেস আওয়ার/ ১৯ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১৯ দাবি আর ৭২ ঘণ্টার আলটিমেটাম ভলিবল খেলোয়াড়দের

পোস্ট হয়েছে : ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনসহ ১৯টি দাবি নিয়ে সোমবার পল্টনের ভলিবল স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছেন ভলিবলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তারা এই দাবি পূরণের জন্য ৭২ ঘণ্টা আলটিমেটামও দিয়েছেন।

সাঈদ আল জাবীর, হরষিত বিশ্বাস, সোহেল রানা, ইমরান হায়দার কাঞ্চন, মাসুদ মিলন, কায়সার হামিদ, আতিক, নারায়ণ, রাশেদ, আব্দুল মুমিন সাদ্দামরা উপস্থিত ছিলেন মানববন্ধনে। ঘুণে ধরা ভলিবল ফেডারেশনকে বাঁচাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা।

কোটা আন্দোলনে অংশ নেওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভলিবল খেলোয়াড়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়রাও সংস্কারের দাবিতে জড়ো হন ভলিবল ফেডারেশন প্রাঙ্গণে। বর্তমান কমিটির নানান দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

বর্তমান কমিটির পদত্যাগ এবং অতিসত্তর অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠিও দিয়েছেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। তারা দিয়েছেন ৭২ ঘণ্টার আলটিমেটাম।

১৯ দফা দাবি পূরণ না হলে আরো বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন এই মানববন্ধনের সমন্বয়ক সোহেল, সাদ্দামরা। ৩০ সদস্যের কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে সেখানে ৩০ ভাগ সাবেক জাতীয় খেলোয়াড়দের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।

সাবেক তারকা খেলোয়াড় সোহেল রানা বলেন, ‘আমরা ১৯ দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রধানতম দাবিই হচ্ছে বর্তমান কমিটির সদস্যদের পদত্যাগ। আমরা চাই অতিসত্ত্বর অ্যাডহক কমিটি গঠিত হোক ৩০ ভাগ সাবেক খেলোয়াড় রেখে। আশাকরি মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আমাদের যৌক্তিক ১৯ দফা দাবিগুলো দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন।’

সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম বলেছেন, ‘সারা দেশ থেকে আমাদের এই আন্দোলনে খেলোয়াড়রা শামিল হয়েছেন। যারা সশরীরে উপস্থিত হতে পারেননি, তারা স্যোসাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে বিভিন্ন ভিডিও বার্তা দিয়ে আামাদের দাবির পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন।’

বর্তমান কমিটির পদত্যাগের পাশাপাশি অন্যান্য দাবির মধ্যে রয়েছে, জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের নিয়ে অডিট কমিটি করা (নিরপেক্ষ অডিট ফার্মের মাধ্যমে সেটা পরিচালিত হতে হবে), কোচিং এবং সিলেকশন কমিটিতে দক্ষ লোক বিশেষ করে জাতীয় দলের সাবেক খেলোয়াড় বাধ্যতামূলক রাখা (লেভেল ২ কোচিং কোর্সের জ্ঞান থাকাতে হবে), দেশের নামিদামি কর্পোরেট ক্লাবের পাশাপাশি সমর্থকপুষ্ট জনপ্রিয় ক্লাবগুলোকে লিগে অন্তর্ভুক্ত করা, প্রতি বছর লিগ আয়োজন (নারী ও পুরুষ), আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা আয়োজনসহ জাতীয় দলের কমপক্ষে ১৪/১৫ জন খেলোয়াড়কে বেতন কাঠামোতে যুক্ত করা।

বিজনেস আওয়ার/ ১৯ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: