স্পোর্টস ডেস্ক: ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আপত্তিকর মন্তব্যের পর থেকেই তোলপাড় চলছে মুসলিম বিশ্বে। এর জেরে বিভিন্নজনকে জড়িয়ে গুজবও ডালপালা মেলতে থাকে। যার শিকার হয়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের মুসলিম মিডফিল্ডার পল পগবা।
খবর ছড়ায় এই ঘটনার প্রতিবাদে ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের ঘোষণা নিয়েছেন ম্যানইউ তারকা! এমন খবর খুব বড় করে প্রচার করতে থাকে বিশ্ব সংবাদ মাধ্যম। তবে সেসব গুজবের ডালপালা কেটে দিয়েছেন স্বয়ং পল পগবা নিজেই। সব গুজবতো উড়িয়ে দিয়েছেন-ই। ভুয়া খবর ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন ফরাসি এই মিডফিল্ডার।
পগবা বলেছেন, আমাকে ঘিরে ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে। যেসব আমি কখনো বলিনি বা ভাবিওনি। আমি নিজে যে কোনও ধরনের জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গণমাধ্যমের কিছু ব্যক্তি সংবাদ লেখার ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে। সংবাদ পত্রের স্বাধীনতাকে অন্যায়ভাবে ব্যবহার করেছে। সত্যিটা সেটা না জেনে সংবাদ পরিবেশন করেছে।
অথচ সাধারণ মানুষ ও আমার জীবনে এর কী প্রভাব পড়তে পারে তার তোয়াক্কা না করেই এ ধরনের গুজব রটানো হয়েছে। তাই এসব ভুয়া খবর ছড়ানোয় আমি সেসব প্রকাশক ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি।
বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২০/এ