বিনোদন ডেস্ক: বলিউডের সফল নায়িকাদের মধ্যে অন্যতম শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা কাপুর। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বেশিরভাগই হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘স্ত্রী ২’ সিনেমাটি যা ইতোমধ্যে বক্স অফিসে হিট। এতে একটি বিশেষ চরিত্রে হাজির ছিলেন ‘ভেড়িয়া’খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান।
পর্দায় দুজনের কিছুটা রসায়নও দেখেছে দর্শকরা। তবে এই রসায়ন বাস্তব জীবনেও হতে পারতো! কিন্তু তা হতে দেননি বরুণ নিজেই। কারণ শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেতা! একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অতীতের সেই গল্প শেয়ার করেন শ্রদ্ধা।
শ্রদ্ধা সাক্ষাৎকারে শুভঙ্কর মিশ্রকে বলেন, “এটি একটি পুরনো গল্প।
যেটি সম্পর্কে অনেক লোক ইতোমধ্যেই জানেন। বরুণ আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এটি ভাবতেও মজা লাগছে। আমি একটি শুটিয়ের সময় বাবার সঙ্গে দেখা করেছিলাম।
ছোটবেলায় আমাদের মধ্যে খুব সুন্দর সম্পর্কও ছিল। একবার বাবাদের সিনেমার শুটিংয়ে আমরা দুজনেই গিয়েছিলাম। শুটিংয়ে বরুণকে একটা পাহাড়ের চূড়ায় উঠে বলেছিলাম, ‘বরুণ, আমি একটু অন্য কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়েছিল, ‘আমি মেয়েদের একদম পছন্দ করি না।”
অবশ্য এই ঘটনার পর বন্ধুত্বে মোটেও ভাটা পড়েনি দুজনের।
ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে পর্দায় কাজও করেছেন তারা। এখনও বলিউডের তারকাদের মধ্যে বরুণ-শ্রদ্ধার বন্ধুত্ব চোখে পড়ার মতো।
বিজনেস আওয়ার/ ২০ আগস্ট / রানা