স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দিলেন বিসিবির দীর্ঘ সময়ের এই অভিভাবক।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যা পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন পাপন।
২০১২ সালের ১৭ অক্টোরব বিসিবি সভাপতির দায়িত্ব নেন পাপন। অবশেষে ১৩ বছর দায়িত্ব পালনের পর আজ বুধবার (২১ আগস্ট) বিসিবিপ্রধানের পদ থেকে বিদায় নিলেন তিনি।
দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন পাপন। শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ নিয়োগ এবং ক্রিকেটারদের মধ্যে অন্ত:দ্বন্দ্বের খবর প্রকাশ করে ক্রিকেটপাড়ায় অস্বস্তি সৃষ্টির দায় নিতে হয়েছে তাকে।
বিজনেস আওয়ার/ ২১ আগস্ট/ হাসান