স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টসও করা যায়নি। ক্রিকইনফো থেকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, স্থানীয় সময় ২টায় (বাংলাদেশ সময় ৩টা) টস অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে আড়াইটায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)।
আজ ৪৮ ওভার খেলা হবে। এরপর স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে চায়ের বিরতি দেওয়া হবে। দিনের শেষ সেশন শুরু হবে ৪টা ৪০ মিনিটে। ৬টা পর্যন্ত এই সেশন চলবে। অর্থাৎ খেলা ৩০ মিনিট বেশি হবে।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে (২১ থেকে ২৫ আগস্ট) বৃষ্টি হতে পারে। সেটিই সত্য হলো। প্রথম দিন থেকেই শুরু হলো বৃষ্টি।
বাংলাদেশ এখনো একাদশ ঘোষণা করেনি। যে কারণে আবহাওয়া প্রভাব বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে। বাড়তি সুবিধা নিতে ৪ পেসারকে খেলাতে পারে বাংলাদেশ। তারা হতে পারেন- শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
অন্যদিকে আগেই এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। যে কারণে আবহাওয়ার প্রভাব একাদশে পড়ার সম্ভাবনা নেই।
বিজনেস আওয়ার/ ২১ আগস্ট / রানা