ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ব্যাট করবে পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 70

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ ভেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ব্যাটিং করবে পাকিস্তান।

আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টসও করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিট) চায়ের বিরতি দেওয়া হবে। দিনের শেষ সেশন শুরু হবে ৪টা ৪০ মিনিটে। ৬টা পর্যন্ত এই সেশন চলবে।

শান্ত বলেন, ‘পেস বোলিং এবং কয়েকজন অলরাউন্ডার নিয়ে আমরা বেশ ভালো সমন্বয় পেয়েছি। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ উইকেটে আর্দ্রতা রয়েছে এবং এটি পেস বোলারদের সাহায্য করবে। আমরা খুব বেশি সামনের দিকে তাকাচ্ছি না। আমরা কীভাবে এই টেস্ট খেলি সেটা খুবই গুরুত্বপূর্ণ।’

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে (২১ থেকে ২৫ আগস্ট) বৃষ্টি হতে পারে। সেটিই সত্য হলো। প্রথম দিন থেকেই শুরু হলো বৃষ্টি। আজকের খেলা শুরু করা গেলেও আগামীকাল দ্বিতীয় খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ।

বিজনেস আওয়ার/ ২১ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ব্যাট করবে পাকিস্তান

পোস্ট হয়েছে : ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ ভেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে কারণে আগে ব্যাটিং করবে পাকিস্তান।

আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টসও করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিট) চায়ের বিরতি দেওয়া হবে। দিনের শেষ সেশন শুরু হবে ৪টা ৪০ মিনিটে। ৬টা পর্যন্ত এই সেশন চলবে।

শান্ত বলেন, ‘পেস বোলিং এবং কয়েকজন অলরাউন্ডার নিয়ে আমরা বেশ ভালো সমন্বয় পেয়েছি। গত কয়েক সপ্তাহ ধরে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ উইকেটে আর্দ্রতা রয়েছে এবং এটি পেস বোলারদের সাহায্য করবে। আমরা খুব বেশি সামনের দিকে তাকাচ্ছি না। আমরা কীভাবে এই টেস্ট খেলি সেটা খুবই গুরুত্বপূর্ণ।’

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে (২১ থেকে ২৫ আগস্ট) বৃষ্টি হতে পারে। সেটিই সত্য হলো। প্রথম দিন থেকেই শুরু হলো বৃষ্টি। আজকের খেলা শুরু করা গেলেও আগামীকাল দ্বিতীয় খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী, খুররম শাহজাদ।

বিজনেস আওয়ার/ ২১ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: