ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশব্যাপী ক্রীড়া সংস্থায় আসছে নতুন কমিটি

  • পোস্ট হয়েছে : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 74

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সেক্টেরের সংস্কার কাজ শুরু হলেও ক্রীড়াঙ্গন নিয়ে এই কয়দিনে বড় কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে বুধবার দেশের অন্যতম বড় ও আলোচিত ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন।

আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করলে নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এই দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করার নির্দেশ দিয়েছে।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়েছে। সেই সাথে স্থানীয় দক্ষ ও সর্বজন গ্রহনযোগ্য সংগঠকদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করে দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দিয়েছে।

জাতীয় ক্রীড়া ফেডারেশনের সাধারণ সভার সদস্য বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় পরিবর্তনের পর জাতীয় ফেডারেশনগুলো সংস্কারের উদ্যোগ নেবে জাতীয় ক্রীড়া পরিষদ।

এরই মধ্যে ফেডারেশনগুলো থেকে সভাপতিদের সর্বশেষ অবস্থান নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিজনেস আওয়ার/ ২১ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশব্যাপী ক্রীড়া সংস্থায় আসছে নতুন কমিটি

পোস্ট হয়েছে : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সেক্টেরের সংস্কার কাজ শুরু হলেও ক্রীড়াঙ্গন নিয়ে এই কয়দিনে বড় কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে বুধবার দেশের অন্যতম বড় ও আলোচিত ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন।

আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করলে নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এই দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করার নির্দেশ দিয়েছে।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়েছে। সেই সাথে স্থানীয় দক্ষ ও সর্বজন গ্রহনযোগ্য সংগঠকদের নিয়ে অ্যাডহক কমিটি গঠন করে দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দিয়েছে।

জাতীয় ক্রীড়া ফেডারেশনের সাধারণ সভার সদস্য বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় পরিবর্তনের পর জাতীয় ফেডারেশনগুলো সংস্কারের উদ্যোগ নেবে জাতীয় ক্রীড়া পরিষদ।

এরই মধ্যে ফেডারেশনগুলো থেকে সভাপতিদের সর্বশেষ অবস্থান নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিজনেস আওয়ার/ ২১ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: