ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিবিঘ্নিত দিনে টাইগারদের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

  • পোস্ট হয়েছে : ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • 51

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির কারণে সময়মতো টস হয়নি। প্রথম সেশনে শুরুই করা যায়নি খেলা। ফলে প্রথম দিনে ৯০ ওভারের বদলে ৪৮ ওভার খেলানোর সিদ্ধান্ত হয়। কিন্তু আলোক স্বল্পতায় সেটাও পূরণ হলো না।

বৃষ্টিবিঘ্নিত দিনে ৪১ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ১৫৮ রান তোলার পর প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)। সৌদ শাকিল ৫৭ আর মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে অপরাজিত আছেন।

ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।

বিজনেস আওয়ার/ ২০ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বৃষ্টিবিঘ্নিত দিনে টাইগারদের দারুণ শুরুর পর পাকিস্তানের প্রতিরোধ

পোস্ট হয়েছে : ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির কারণে সময়মতো টস হয়নি। প্রথম সেশনে শুরুই করা যায়নি খেলা। ফলে প্রথম দিনে ৯০ ওভারের বদলে ৪৮ ওভার খেলানোর সিদ্ধান্ত হয়। কিন্তু আলোক স্বল্পতায় সেটাও পূরণ হলো না।

বৃষ্টিবিঘ্নিত দিনে ৪১ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ১৫৮ রান তোলার পর প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)। সৌদ শাকিল ৫৭ আর মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে অপরাজিত আছেন।

ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখান শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তানের সেরা ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।

বিজনেস আওয়ার/ ২০ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: