বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক পিএলসির উদ্যোক্তার শেয়ার নমিনির বিও হিসাবে হস্তান্তর করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য মতে, এসবিএসি ব্যাংকের মৃত উদ্যোক্তা আবদুল হাইয়ের ধারণ করা ব্যাংকটির ১৭ লাখ ৫৮ হাজার ৪৮৭টি শেয়ারের মধ্যে ১৭ লাখ ৪১ হাজার ৭৭টি শেয়ার নমিনি হিসেবে তার পুত্র আবদুল্লাহ আল মামুনের বিও হিসাবে হস্তান্তর করা হবে।
এসবিএসি ব্যাংকের প্রাক্তন উদ্যোক্তা আবদুল হাই ২০২২ সালের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
বিজনেস আওয়ার/ ২২ আগস্ট/ এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: