ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক

  • পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • 111

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ সংক্রান্ত চিঠি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিএসইসিতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার ডিএসইর স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দেন।

যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী এ সংক্রান্ত ফরোয়ার্ড আমরা বিএসইসিতে পাঠিয়ে দিয়েছি।

এদিকে ডিএসইর এক কর্মকর্তা জানান, বুধবার (২১ আগস্ট) ৫ জন স্বতন্ত্র পরিচালকেরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন। এর মাধ্যমে ডিএসইর সব স্বতন্ত্র পরিচালকরা পদ ছাড়লেন।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়।

বিএসইসির নির্দেশনার আগে গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে ডিএসইর চেয়ারম্যানের এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এ বিষয়ে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ডিএসইর চেয়ারম্যান পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজমেন্টের ওপর অযাচিত হস্তক্ষেপ করছেন। তার এ ধরণের কোন ক্ষমতা নেই। আমরা ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের ইমিডিয়েটলি অপসারণের দাবি জানাচ্ছি।

বিজনেস আওয়ার/ ২২ আগস্ট/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদত্যাগ করেছেন ডিএসইর সব স্বতন্ত্র পরিচালক

পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ সংক্রান্ত চিঠি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিএসইসিতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার ডিএসইর স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দেন।

যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী এ সংক্রান্ত ফরোয়ার্ড আমরা বিএসইসিতে পাঠিয়ে দিয়েছি।

এদিকে ডিএসইর এক কর্মকর্তা জানান, বুধবার (২১ আগস্ট) ৫ জন স্বতন্ত্র পরিচালকেরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে চেয়ারম্যান পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে গেছেন। এর মাধ্যমে ডিএসইর সব স্বতন্ত্র পরিচালকরা পদ ছাড়লেন।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়।

বিএসইসির নির্দেশনার আগে গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলন করে ডিএসইর চেয়ারম্যানের এবং স্বতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এ বিষয়ে ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ডিএসইর চেয়ারম্যান পর্ষদের সিদ্ধান্ত ছাড়াই ম্যানেজমেন্টের ওপর অযাচিত হস্তক্ষেপ করছেন। তার এ ধরণের কোন ক্ষমতা নেই। আমরা ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের ইমিডিয়েটলি অপসারণের দাবি জানাচ্ছি।

বিজনেস আওয়ার/ ২২ আগস্ট/ এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: