ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ মুম্বাইতে প্রিয়াংকা, কারণ কী?

  • পোস্ট হয়েছে : ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 125

বিনোদন ডেস্ক: স্বামী আর সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন বলিউড তারকা প্রিয়াংক চোপড়া। ঘন ঘন যে দেশে আসেন, তেমনও নয়। বলিউডে প্রায় কাজ করেন না বললেই চলে। তাঁর ভারতে আসা মানে পরিবারিক কোনও অনুষ্ঠান কিংবা কোনও ব্র্যান্ডের প্রচারের কাজ।

এলে সঙ্গে মেয়ে থাকেই, কখনও কখনও স্বামী নিক জোনাসকেও দেখা যায়। গত মাসেই অনন্ত আম্বানীর বিয়েতে সপরিবার আসেন তিনি। মাস ঘুরতে না ঘুরতেই ফের মুম্বাইয়ে তিনি, তা-ও আবার একা! মধ্যরাতে বিমানবন্দরে তাঁকে দেখে অবাক আলোকচিত্রীরাও। হঠাৎ মুম্বাইয়ে কী কারণে? প্রশ্ন করেন ছবিশিকারিরা।

আনন্দবাজার জানাচ্ছে, প্রিয়াংকার পরণে ছিল ফুল ছাপ কো-অর্ড সেট। মাথায় টুপি। হাতে ব্যাগ। বিমানবন্দরে নামা মাত্রই চোখে-মুখে হাসির ঝলক।

বিমান দেশের মাটি ছুঁতে প্রিয়াংকা ইনস্টাগ্রামে লেখেন, ‘‘মুম্বাই মেরি জান’’। এমন অসময়ে প্রিয়াংকার আগমন দেখে শুরু হয়েছে জল্পনা। দিন কয়েক আগেই অভিনেত্রীর লস অ্যাঞ্জেলসের বাড়িতে দেখা করতে যান পরিচালক মধুর ভান্ডারকর। শোনা যাচ্ছে, ‘ফ্যাশন ২’ ছবির কাজ নিয়ে কথাবার্তা বলতেই প্রিয়াংকার বাড়িতে গিয়েছিলেন মধুর।
এ ছাড়াও বছর দুয়েক ধরে বার বার শোনা গিয়েছে ‘জি লে জ়ারা’ ছবির কথা।

২০১১ সালে মুক্তি পায় ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’। জ়োয়া আখতার পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রযোজক ফারহান নিজেও। সেই ধাঁচেই আরও একটি ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। নারীকেন্দ্রিক এই ছবির জন্য ফারহান বেছেছিলেন প্রিয়াংকা আলিয়া ভাট ও ক্যাটরিনা কইফকে। তারিখ সংক্রান্ত সমস্যা ও বার বার ছবির কাজ পিছিয়ে যাওয়ায় শোনা যায় ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন প্রিয়াংকা।

বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হঠাৎ মুম্বাইতে প্রিয়াংকা, কারণ কী?

পোস্ট হয়েছে : ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

বিনোদন ডেস্ক: স্বামী আর সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন বলিউড তারকা প্রিয়াংক চোপড়া। ঘন ঘন যে দেশে আসেন, তেমনও নয়। বলিউডে প্রায় কাজ করেন না বললেই চলে। তাঁর ভারতে আসা মানে পরিবারিক কোনও অনুষ্ঠান কিংবা কোনও ব্র্যান্ডের প্রচারের কাজ।

এলে সঙ্গে মেয়ে থাকেই, কখনও কখনও স্বামী নিক জোনাসকেও দেখা যায়। গত মাসেই অনন্ত আম্বানীর বিয়েতে সপরিবার আসেন তিনি। মাস ঘুরতে না ঘুরতেই ফের মুম্বাইয়ে তিনি, তা-ও আবার একা! মধ্যরাতে বিমানবন্দরে তাঁকে দেখে অবাক আলোকচিত্রীরাও। হঠাৎ মুম্বাইয়ে কী কারণে? প্রশ্ন করেন ছবিশিকারিরা।

আনন্দবাজার জানাচ্ছে, প্রিয়াংকার পরণে ছিল ফুল ছাপ কো-অর্ড সেট। মাথায় টুপি। হাতে ব্যাগ। বিমানবন্দরে নামা মাত্রই চোখে-মুখে হাসির ঝলক।

বিমান দেশের মাটি ছুঁতে প্রিয়াংকা ইনস্টাগ্রামে লেখেন, ‘‘মুম্বাই মেরি জান’’। এমন অসময়ে প্রিয়াংকার আগমন দেখে শুরু হয়েছে জল্পনা। দিন কয়েক আগেই অভিনেত্রীর লস অ্যাঞ্জেলসের বাড়িতে দেখা করতে যান পরিচালক মধুর ভান্ডারকর। শোনা যাচ্ছে, ‘ফ্যাশন ২’ ছবির কাজ নিয়ে কথাবার্তা বলতেই প্রিয়াংকার বাড়িতে গিয়েছিলেন মধুর।
এ ছাড়াও বছর দুয়েক ধরে বার বার শোনা গিয়েছে ‘জি লে জ়ারা’ ছবির কথা।

২০১১ সালে মুক্তি পায় ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’। জ়োয়া আখতার পরিচালিত সেই ছবিতে অভিনয় করেছিলেন প্রযোজক ফারহান নিজেও। সেই ধাঁচেই আরও একটি ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। নারীকেন্দ্রিক এই ছবির জন্য ফারহান বেছেছিলেন প্রিয়াংকা আলিয়া ভাট ও ক্যাটরিনা কইফকে। তারিখ সংক্রান্ত সমস্যা ও বার বার ছবির কাজ পিছিয়ে যাওয়ায় শোনা যায় ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন প্রিয়াংকা।

বিজনেস আওয়ার/ ২৩ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: