ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

  • পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • 92

বিজনেস আওয়ার ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ গত ২২ আগস্ট সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সমাবেশ হয়নি।

এ ব্যাপারে ইমরান খান জানিয়েছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি সময় মতো করা হয়নি। তবে এই সমাবেশ আগামী ৮ সেপ্টেম্বর করা হবে বলে জানিয়েছেন তিনি।

আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের ইমরান খান এ তথ্য জানান।

এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার (১৯ আগস্ট) তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না।

তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন।

সূত্র: ডন

বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সমাবেশ বাতিলের কারণ জানালেন ইমরান খান

পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ গত ২২ আগস্ট সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সমাবেশ হয়নি।

এ ব্যাপারে ইমরান খান জানিয়েছেন, গত ৯ মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি সময় মতো করা হয়নি। তবে এই সমাবেশ আগামী ৮ সেপ্টেম্বর করা হবে বলে জানিয়েছেন তিনি।

আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যমকর্মীদের ইমরান খান এ তথ্য জানান।

এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। সোমবার (১৯ আগস্ট) তিনি বলেন, বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে তা আমি মনে করি না।

জিও নিউজের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় তারা সমাবেশের অনুমতি পাবে তা আমি বিশ্বাস করি না।

তারও আগে খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছিলেন, ইমরান খান ২২ আগস্ট কেন্দ্রের রাজধানীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কারণ হলো দীর্ঘ বিরতির পর শক্তি প্রদর্শন।

তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) কারাবন্দি ইমরান খান এই ভবিষৎদ্বাণী করেন।

সূত্র: ডন

বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: