স্পোর্টস ডেস্ক:বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলারকে নিয়ে আলোচনা অনেক দিন ধরেই। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই ফুটবলার মৌখিকভাবে বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশের পর থেকেই তৈরি হয় তাকে ঘিরে সব আলোচনা।
অবশেষে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে খেলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পরই হামজা চৌধুরী বাফুফেকে চিঠি দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছেন।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার শনিবার জানিয়েছেন, ‘হামজা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন বাংলাদেশ দলে খেলতে চান। তাকে বাংলাদেশ দলে খেলাতে হলে আমাদের কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যার প্রথম ধাপ ছিল তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি। সেটা হওয়ার পরের ধাপ ছিল তার আবেদন। সেটাও হয়েছে।’
‘হামজার আবেদনের পর আমরা এরই মধ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) চিঠি দিয়ে ছাড়পত্র চেয়েছি। এফএ’র ছাড়পত্র পেলে আমরা অন্যান্য কাগজপত্রসহ তা পাঠিয়ে দেবো ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখান থেকে অনুমতি পেলেই হামজাকে খেলানোর প্রক্রিয়া শেষ হবে। আমরা আশাবাদী নভেম্বর উইন্ডোতে তাকে খেলাতে পারবো।’
সেপ্টেম্বর উইন্ডোতেই হামজাকে খেলানোর ইচ্ছা ছিল বাফুফের। তবে ফিফার অনুমতি পাওয়ার প্রক্রিয়াগুলো শুরু করতে বিলম্ব হয়েছে হামজা পাসপোর্ট সংগ্রহ করার সময় না পাওয়ায়।
লেস্টার সিটির প্রাক-মৌসুম প্রস্তুতি ও ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর কারণে হামাজ পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি। অবশেষে শুক্রবার হামজার পক্ষে তার বাবা ও মা পাসপোর্ট তুলেছেন লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে।
বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট / রানা