ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের সোনা পাচারের চেষ্টা, আটক ১

  • পোস্ট হয়েছে : ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • 74

বিজনেস আওয়ার ডেস্ক: আবারও বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার করা হয়েছে আটটি সোনার বার, যার মূল্য আনুমানিক ৭১ লাখ রুপি।

শনিবার (২৪ আগস্ট) বিএসএফর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ১৪৩ ব্যাটালিয়ানের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গত শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৯৭৪ গ্ৰাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করে বিএসএফ।আটক ব্যক্তির নাম তন্ময় মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার হাকিমপুরের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তন্ময় জানিয়েছেন, গত বৃহস্পতিবার পচিলঘাট হাকিমপুর বিশ্বপাড়ার কাছে এক অজ্ঞাত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে আটটি সোনার বিস্কুট পান। সেগুলো তিনি স্কুটির ভেতরে তৈরি গহ্বরে লুকিয়ে রাখেন। শুক্রবার হাকিমপুর চেক পয়েন্ট দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে ধরা পড়েন।

তিনি জানান, সীমান্ত অতিক্রমের পর সোনার বারগুলো বিথারি বাজারের বাইরে এক ব্যক্তির হাতে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য তিনি চার হাজার রুপি পেতেন।

আটক ব্যক্তি ও জব্দ সোনা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাস্টম অফিস তেতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে ফের সোনা পাচারের চেষ্টা, আটক ১

পোস্ট হয়েছে : ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: আবারও বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধার করা হয়েছে আটটি সোনার বার, যার মূল্য আনুমানিক ৭১ লাখ রুপি।

শনিবার (২৪ আগস্ট) বিএসএফর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ১৪৩ ব্যাটালিয়ানের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গত শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ৯৭৪ গ্ৰাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করে বিএসএফ।আটক ব্যক্তির নাম তন্ময় মণ্ডল। তিনি উত্তর ২৪ পরগনার হাকিমপুরের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে তন্ময় জানিয়েছেন, গত বৃহস্পতিবার পচিলঘাট হাকিমপুর বিশ্বপাড়ার কাছে এক অজ্ঞাত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে আটটি সোনার বিস্কুট পান। সেগুলো তিনি স্কুটির ভেতরে তৈরি গহ্বরে লুকিয়ে রাখেন। শুক্রবার হাকিমপুর চেক পয়েন্ট দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে ধরা পড়েন।

তিনি জানান, সীমান্ত অতিক্রমের পর সোনার বারগুলো বিথারি বাজারের বাইরে এক ব্যক্তির হাতে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য তিনি চার হাজার রুপি পেতেন।

আটক ব্যক্তি ও জব্দ সোনা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাস্টম অফিস তেতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/ ২৪ আগস্ট / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: