স্পোর্টস ডেস্ক: পদত্যাগ করেছেন বার্সেলোনার বোর্ড সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। নানামুখী চাপে শেষ পর্যন্ত তাকে ক্লাবের প্রধান কর্তার পদ থেকে সরে দাঁড়াতে হলো। স্পেন সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পর তিনি পদত্যাগ করেন। সেই সঙ্গে শেষ হলো তার ছয় বছরের রাজত্ব।
এক মৌসুমে দু’বার কোচ বদল, মেসির ট্রান্সফার ঠেকিয়ে দেয়া, ট্রফিলেস ২০১৯-২০ মৌসুম, অদূরদর্শী ট্রান্সফার, বেসামাল অর্থনীতি, অভ্যন্তরীণ সমস্যাসহ নানা জটিলতায় গত কয়েক বছরে তিনি বার্সেলোনার বিষ ফোঁড়ায় পরিণত হন। তার বিরুদ্ধে অনাস্থা ভোটও সংগ্রহ করছিলেন আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা। তবে তার আগেই পদ ছাড়লেন বার্তোমেউ।
বার্তোমেউ ২০১৪ সালে ক্লাবের প্রেসিডেন্ট হন। সেবার ক্লাবের সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়ে সান্দ্রো রোসেল সরে দাঁড়ালে কপাল খুলে যায় তার। ২০১৫ সালের জুলাই পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব পালন করেন। এরপর ক্লাব সদস্যদের ভোটে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হন তিনি।
বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২০/এ