স্পোর্টস ডেস্ক: ২৫তম ওভারের তৃতীয় বলে বাবর আজমের লেগ স্টাম্প উপড়ে ফেলেছিলেন পেসার নাহিদ রানা। পরের ওভারে আঘাত হানলেন সাকিব আল হাসানও। ২৬তম ওভারের শেষ বলে সাকিবকে সামনে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। তবে বলটি মিস করেন আগের ইনিংসে ১৪১ রান করা শাকিল। বল পেয়ে মোটেও ভুল করলেন না লিটন দাস। দ্রুতগতিতে স্টাস্পড করেন তিনি। বাবর ফিরেছেন ২২ রানে। রানের খাতাই খুলতে পারেননি শাকিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৯০ রান। আব্দুল্লাহ শফিক ২৯ আর মোহাম্মদ রিজওয়ান অপরাজিত আছেন ১৩ রানে।
রাওয়ালপিন্ডি টেস্টে আজ রোববার ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন বাংলাদেশ এগিয়ে ছিল ৯৪ রানে।
উইকেট শিকারের মাধ্যমেই দিন শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার।
যদিও প্রথমবারের আবেদনে আম্পায়ার মাথা নাড়িয়ে নেতিবাচক সিদ্ধান্ত দেন। তবে রিভিউ কথা বলে বাংলাদেশের পক্ষে। রিভিউতে দেখা যায়, হাসান মাহমুদের বাউন্সি বল শান মাসুদের ব্যাটে সামান্য স্পর্শ করেছে। ৩৭ বলে ১৪ রান করে ফেরত যান শান মাসুদ।
এরপরই আরও একটি উইকেট শিকারের সুযোগ মিস করে বাংলাদেশ। মাসুদ ফেরত যাওয়ার পরের ওভারেই শরীফুল ইসলামের বলে বাবর আজমের সহজ ক্যাচ ফেলে দেন লিটন দাস।
রাওয়ালপিন্ডির ব্যাটিং বান্ধব উইকেটে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ৫৬৫ রানের পাহাড় গড়ে অলআউট হয় বাংলাদেশ। এতে টাইগারদের লিড হয় ১১৭ রানের।
বিজনেস আওয়ার/ ২৫ আগস্ট / রানা