ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাডহক কমিটিতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি

  • পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • 47

স্পোর্টস ডেস্ক: ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠণের নির্দেশনা দিয়েছিল।

ওই প্রজ্ঞাপনের ৬ দিন পর মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ কিভাবে ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠন করতে হবে সে নির্দেশনা দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটিগুলো ৭ সদস্যের করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন তারও একটা গাইডলাইন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন পদাধিকার বলে বিভাগীয় কমিশনার, সদস্য সচিব যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন জেলা প্রশাসক, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবে উপজেলা নির্বাহী অফিসার, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। প্রত্যেকটি কমিটি হবে ৭ সদস্যের।

প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন ৫ জন। তাদের মধ্যে দুইজন হবেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি। যেমন- খেলোয়াড়, কোচ, রেফারি। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী কিংবা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি থেকে হবেন একজন সদস্য। ক্রীড়া সম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবেন একজন। আরেকজন সদস্য হবে ক্রীড়া সাংবদিক।

অ্যাডহক কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/ ২৭ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অ্যাডহক কমিটিতে থাকবেন ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি

পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক: ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটি গঠণের নির্দেশনা দিয়েছিল।

ওই প্রজ্ঞাপনের ৬ দিন পর মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ কিভাবে ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠন করতে হবে সে নির্দেশনা দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটিগুলো ৭ সদস্যের করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন তারও একটা গাইডলাইন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন পদাধিকার বলে বিভাগীয় কমিশনার, সদস্য সচিব যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবেন জেলা প্রশাসক, সদস্য সচিব জেলা ক্রীড়া কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হবে উপজেলা নির্বাহী অফিসার, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। প্রত্যেকটি কমিটি হবে ৭ সদস্যের।

প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন ৫ জন। তাদের মধ্যে দুইজন হবেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি। যেমন- খেলোয়াড়, কোচ, রেফারি। স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী কিংবা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি থেকে হবেন একজন সদস্য। ক্রীড়া সম্পৃক্ত সংগঠক বা ছাত্র প্রতিনিধি থাকবেন একজন। আরেকজন সদস্য হবে ক্রীড়া সাংবদিক।

অ্যাডহক কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/ ২৭ আগস্ট / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: