ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে শিবলী কমিশনের আড়ি পাতার প্রকল্প বাতিল

  • পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 70

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর রাখতে আড়ি পাতার জন্য প্রকল্প নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই প্রকল্পের পরিকল্পনাকারী সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তবে সেই উদ্যোগ বাতিল করেছে বর্তমান রাশেদ মাকসুদের কমিশন। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এই সংক্রান্ত প্রস্তাবের চিঠি প্রত্যাহার করা হবে।

আজ বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯১৬ তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা এই বিষয়ে বলেন, শিবলী রুবাইয়াতের কমিশন ওই উদ্যোগ বাস্তবায়নের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করার অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল। আমরা চিঠি দিয়ে তা প্রত্যাহার করে নেব।

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজারে শিবলী কমিশনের আড়ি পাতার প্রকল্প বাতিল

পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর রাখতে আড়ি পাতার জন্য প্রকল্প নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই প্রকল্পের পরিকল্পনাকারী সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তবে সেই উদ্যোগ বাতিল করেছে বর্তমান রাশেদ মাকসুদের কমিশন। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে এই সংক্রান্ত প্রস্তাবের চিঠি প্রত্যাহার করা হবে।

আজ বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯১৬ তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা এই বিষয়ে বলেন, শিবলী রুবাইয়াতের কমিশন ওই উদ্যোগ বাস্তবায়নের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করার অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল। আমরা চিঠি দিয়ে তা প্রত্যাহার করে নেব।

বিজনেস আওয়ার/ ২৯ আগস্ট / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: