ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার

  • পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • 46

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হলো দীপিকা পাড়ুকানের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে। সমন পাঠাতে কারিশ্মার বাড়িতে যান এনসিবির কর্মকর্তারা। আর সেখান থেকে মাদক উদ্ধার হয়েছে।

ঘটনার পর থেকেই নাকি খোঁজ মিলছে না দীপিকার ম্যানেজারের। এনসিবির তল্লাশির সময় করিশ্মা প্রকাশ কোথায় ছিলেন, সে বিষয়ে জানা যায়নি কিছু। এমনকি, করিশ্মা প্রকাশের খোঁজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। জেলেবি অভিনেত্রীর গ্রেপ্তারের পর উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরদের নাম।

এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা, সারা, শ্রদ্ধারা দাবি করেন, তারা মাদক সেবন করেননি কখনও। সিগারেটের নামকরণ তারা বিভিন্নভাবে করতেন। ডুব, ডুবিস সহ একাধিক নামে সিগারেটের কথাই তঁরা আলোচনা করতেন বলে দাবি করেন অভিনেত্রীরা।

উল্লেখ্য, ২০১৭ সালে দীপিকা পাড়–কোনের সঙ্গে করিশ্মা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে মুম্বাইয়ের একটি পাবে হাজির হওয়ার আগে ‘মাল’, ‘হ্যাশ’ নামে বিভিন্ন শব্দ ব্যবহার করে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দীপিকা।

যদিও অভিনেত্রী পালটা দাবি করেন, ‘মাল’, ‘হ্যাশ’ বলতে তিনি এবং করিশ্মা সিগারেটের কথাই বুঝিয়েছেন। কোনও মাদক নয়, ছোট, বড় সিগারেটকেই তারা মাল, হ্যাশ বলে সম্মোধান করেন বলে দাবি করেন দীপিকা।

সেই সময়ও কারিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শোনা গেছিল, দীপিকা এবং তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনসিবির কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে মাদক উদ্ধার

পোস্ট হয়েছে : ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হলো দীপিকা পাড়ুকানের ম্যানেজার কারিশ্মা প্রকাশকে। সমন পাঠাতে কারিশ্মার বাড়িতে যান এনসিবির কর্মকর্তারা। আর সেখান থেকে মাদক উদ্ধার হয়েছে।

ঘটনার পর থেকেই নাকি খোঁজ মিলছে না দীপিকার ম্যানেজারের। এনসিবির তল্লাশির সময় করিশ্মা প্রকাশ কোথায় ছিলেন, সে বিষয়ে জানা যায়নি কিছু। এমনকি, করিশ্মা প্রকাশের খোঁজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়া চক্রবর্তীকে। জেলেবি অভিনেত্রীর গ্রেপ্তারের পর উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরদের নাম।

এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা, সারা, শ্রদ্ধারা দাবি করেন, তারা মাদক সেবন করেননি কখনও। সিগারেটের নামকরণ তারা বিভিন্নভাবে করতেন। ডুব, ডুবিস সহ একাধিক নামে সিগারেটের কথাই তঁরা আলোচনা করতেন বলে দাবি করেন অভিনেত্রীরা।

উল্লেখ্য, ২০১৭ সালে দীপিকা পাড়–কোনের সঙ্গে করিশ্মা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে মুম্বাইয়ের একটি পাবে হাজির হওয়ার আগে ‘মাল’, ‘হ্যাশ’ নামে বিভিন্ন শব্দ ব্যবহার করে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দীপিকা।

যদিও অভিনেত্রী পালটা দাবি করেন, ‘মাল’, ‘হ্যাশ’ বলতে তিনি এবং করিশ্মা সিগারেটের কথাই বুঝিয়েছেন। কোনও মাদক নয়, ছোট, বড় সিগারেটকেই তারা মাল, হ্যাশ বলে সম্মোধান করেন বলে দাবি করেন দীপিকা।

সেই সময়ও কারিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। শোনা গেছিল, দীপিকা এবং তার ম্যানেজারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনসিবির কর্মকর্তারা।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: