বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনে নতুন মুখ জান্নাত নোভা। বিকাশের টিভিসি দিয়ে শোবিজঅঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর টিভি নাটক, ওভিসি, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন। একক নাটক ‘তোমাকে পেয়ে গেলে’, টিভি নাটক ‘পুত্রবধূ’, ‘ফাঁদ’, ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’-এ অভিনয় করে প্রিয়মুখের তালিকায় নিজের নাম লেখানোর চেষ্টায় রয়েছেন তিনি।
তবে এরইমধ্যে পেয়ে গেলেন বড় সুযোগ। এবার কাজ করেছেন চলচ্চিত্র মাধ্যমে। সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার’ সিনেমায় রাইসা নামের চরিত্রে বড় পর্দায় দেখা যাবে তাকে। এই সিনেমায় লিনার ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।সিনেমাটি প্রযোজনা করেছেন কপ ক্রিয়েশন ও ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। সিনেমাটির মুক্তির কথা থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এখনো মুক্তি পায়নি তবে খুব শিগগিরই মুক্তি পাবে বলে এর কলাকুশলীরা আশা করছেন।
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে পেরে নবাগতা এই অভিনেত্রী খুব আনন্দিত। তিনি বলেন, “আমার চরিত্রের নাম রাইসা। এটি একটি চটপটে, প্রতিবাদী চরিত্র। আমার প্রিয় অভিনেতাদের সাথে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের শৈশব রঙিন করা ফারুক আহমেদ স্যার, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়ানো আজমেরী হক বাঁধন ম্যামসহ অনেক সিনিয়র আর্টিস্ট রয়েছেন এই সিনেমায়। তাদের সাথে কাজ করতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম একটি অর্জন।
বর্তমানে কিছু নাটক ও ওটিটি সিরিজে অভিনয়ের ব্যাপারে কথা চলছে। ডেডিকেশন দিয়ে কাজ করতে চাই।”
বিজনেস আওয়ার/ ৩১ আগস্ট/ রানা