স্পোর্টস ডেস্ক :ভারতের ক্রীড়া বিষয়ক সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার খেলরত্ন-২০২০ পুরস্কারের এর জন্য মনোনীত হয়েছেন দেশোটির জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ওপেনার রোহিত শর্মা। খেলরত্ন পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেটের পাশাপাশি সাড়ে ৭ লাখ রুপি আর্থিক পুরস্কার দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছ, আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে (২০১৯) রোহিত দারুণ খেলেছে। বিশ্বকাপ ইতিহাসের এক আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড করেছেন তিনি। এছাড়াও প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি সেঞ্চুরি করেছেন রোহিত।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, এই পুরস্কারের মনোনয়নের জন্য বিভিন্নভাবে অনেক কিছুই বিবেচনা করতে হয়েছে। রোহিত নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই আমি মনে করি, সে এই পুরস্কারের জন্য যোগ্য দাবিদার।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: