বিজনেস আওয়ার ডেস্ক: টানা ১১ মাসের মতো আগস্টে রপ্তানি বাড়লো দক্ষিণ কোরিয়ার। তবে বাজার প্রত্যাশা ও আগের মাসের তুলনায় প্রবৃদ্ধি দুর্বল রয়েছে। কারণ একদিকে যেমন কম্পিউটার চিপের চাহিদা কম রয়েছে, তেমনি গাড়ির বিক্রিও মন্থর রয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির বিদেশে বিক্রি বার্ষিকভিত্তিতে ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৭ দশমিক ৯০ বিলিয়ন ডলার হয়েছে। তবে এটি আগের মাসের ১৩ দশমিক ৯ শতাংশ থেকে কম।
দেশটির সেমিকন্ডাক্টর রপ্তানির ক্ষেত্রে প্রবৃদ্ধি পাঁচ মাসের মধ্যে ধীর হয়েছে। তাছাড়া অস্থায়ী কয়েকটি কারণে গাড়ির বিক্রি কমেছে টানা তিন মাস।
চীনে দক্ষিণ কোরিয়ার রপ্তানি ধীর হলেও যুক্তরাষ্ট্রে বেড়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ১৬ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড ৬ দমশকি ৪ বিলিয়ন ডলার হয়েছে।
দেশটির বাণিজ্যমন্ত্রী আহন ডুক-গেউন বলেছেন, রপ্তানি এ বছর রেকর্ড-উচ্চর দিকে যাচ্ছে। প্রধান রপ্তানি বাজারে বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
সব কিছু মিলিয়ে আগস্টে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। আগের মাসে বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩ দশিমক ৬০ বিলিয়ন ডলার।
সূত্র: রয়টার্স
বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ০১ / হাসান