ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয় আর গানে ব্যস্ত নাঈম

  • পোস্ট হয়েছে : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 46

বিনোদন ডেস্ক: একের পর এক ওটিটি কনটেন্টে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন এফ এস নাঈম। রবিবার থেকে হাজির হচ্ছেন মাছরাঙা টিভির ধারাবাহিক ‘সিটি লাইফ’-এ। অভিনেতার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।

সিটি লাইফ

শাহরিয়ার তাসদিকের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম।

মাস চারেক আগেই এটির শুটিং করেছেন। নাঈম বলেন, ‘রাজু ভাই ও শাহরিয়ার তাসদিকের সঙ্গে আগেও কাজ করেছি। এ বছরের শুরুতেও মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠান করেছিলাম তাঁদের সঙ্গে। সেটা খুব পছন্দ করেছিল দর্শক।

তখন থেকেই মাছরাঙার জন্য একটি ধারাবাহিক করার কথা চলছিল। গল্পটা শোনার পর দেখলাম এই শহরের মানুষেরই গল্প, ভালো লেগেছে।

শিক্ষক নাঈম

‘সিটি লাইফ’-এ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ভূমিকায় আছেন নাঈম। তাই জানতে চাওয়া, বাস্তব জীবনে কখনো পাঠদান করেছিলেন কি না? আর শিক্ষকের ভূমিকায় তাঁকে দেখে সহশিল্পীদের প্রতিক্রিয়াই বা কেমন ছিল? “ছোটবেলায় বেশ কিছু টিউশনি করেছিলাম, এসএসসি পরীক্ষারও আগে।

এই নাটকের শুটিংয়ে ম্যানেজমেন্টের কোনো একটা বিষয় পড়াচ্ছিলাম। চিত্রনাট্যে অত বিস্তারিত ছিল না। নিজের মতো করেই ব্যাখ্যা দিচ্ছিলাম। পরে সহশিল্পীরা বলেছেন, ‘ভাই, আপনাকে শিক্ষকের মতোই লাগছে। মনে হচ্ছে একদম সত্যিকারের ক্লাস করছি।’সব মিলিয়ে ভালোই লেগেছে কাজটি করে”—বলেন নাঈম।

মাধ্যম নয়, কাজেই মন

নাঈমকে এখন ওটিটিতেই বেশি দেখা যায়। নাটকের কাজ করেন কালেভদ্রে। এ বিষয়ে তাঁর নিজস্ব ব্যাখ্যাও রয়েছে, ‘আমি যখন যে কাজ করি, তখন সেটা নিয়েই থাকি। এটা সবাই খুব ভালো করে জানেন। অনেক কাজ একসঙ্গে নিয়ে ছোটাছুটি করি না। এখন মাধ্যম নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। দিনশেষে সব কাজই ডিজিটাল প্ল্যাটফরমে যাচ্ছে। গল্প আর টিম—এই দুটোর সমন্বয় যদি পছন্দ হয়, সে কাজ আমি করি।’

বাংলাদেশের আমির খান

মে-তে চরকিতে মুক্তি পায় সালজার রহমানের কল্পবিজ্ঞান সিরিজ ‘কালপুরুষ’। এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন নাঈম। চরিত্রটির জন্য বাড়িয়েছিলেন ৪০ কেজি ওজন! ছেড়েছেন অনেক কাজ। সেসব ত্যাগ মুক্তির পর কতখানি সার্থক? নাঈম বলেন, “শুরুতে বলি, পৃথিবীর যত মানুষ এই কাজটি দেখেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইন্তেখাব দিনার তো ফেসবুক স্ট্যাটাসে আমাকে উদ্দেশ্য করে বলেই ফেললেন, ‘আমাদের আমির খান।’ সিনিয়র অভিনয়শিল্পীদের প্রায় সবাই কাজটা নিয়ে মতামত দিয়েছেন। আসলে আমাদের স্বপ্ন ও দক্ষতার অভাব নেই। শিল্পী, নির্মাতা, প্রযোজক, সাংবাদিক আমরা প্রত্যেকেই নিজের কাজটা ভালোবাসি। যদি রিমার্কেবল কিছু করার সুযোগ পাই, সেটা আমরাও করতে পারি। শুধু চরিত্রের জন্য শরীরের এমন পরিবর্তনের কথা উঠলে হলিউডের ক্রিশ্চিয়ান বেল, ভারতের আমির খানের কথা আসে; আর বাংলাদেশে এফ এস নাঈম। এই কথা যখন মানুষ বলে, তখন মনে হয় আমার পরিশ্রম শতভাগ সার্থক। তবে এটা আমার একার সাফল্য নয়, সব অভিনয়শিল্পীর সাফল্য, যাঁরা কাজটি করেছেন, তাঁদের সাফল্য।”

নতুন কাজ

নতুন কাজের খবর জানতে চাইতেই নাঈম জানালেন, এখনো ‘কালপুরুষ’-এর ধাক্কা সামলাতে হচ্ছে তাঁকে। শরীরের ওজন আরো কিছুটা কমানো বাকি। অক্টোবর নাগাদ ফিরবেন শুটিংয়ে। দ্রুত কমাতে পারছেন না, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এরই মধ্যে কিছু কাজে যুক্ত হয়েছেন। সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া বারণ। আশ্বস্ত করলেন, দর্শকের পছন্দসই কাজ নিয়েই আসবেন পর্দায়।

গানের নাঈম

জুনে ‘মায়া’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন নাঈম। অডিও স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইতে শোনা যাচ্ছে এটি। নাঈম জানান, প্রকাশের পর অনেকের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। আগামী ভালোবাসা দিবসেও নতুন গান প্রকাশ করবেন তিনি। গানের সঙ্গে সখ্যের বিষয়ে নাঈমের মন্তব্য, ‘আমি আগে গানের মানুষ ছিলাম, পরে অভিনয়ে এসেছি। অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মাঝে গান করা হয়নি। এখন কিছুটা স্থিতিশীল হয়েছি, তাই গানেও সময় দিচ্ছি। আর এই গানগুলো ৮-৯ বছর আগে তৈরি করা। সেগুলোই এক এক করে প্রকাশ করছি।’

বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ০৩ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অভিনয় আর গানে ব্যস্ত নাঈম

পোস্ট হয়েছে : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: একের পর এক ওটিটি কনটেন্টে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন এফ এস নাঈম। রবিবার থেকে হাজির হচ্ছেন মাছরাঙা টিভির ধারাবাহিক ‘সিটি লাইফ’-এ। অভিনেতার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।

সিটি লাইফ

শাহরিয়ার তাসদিকের রচনা ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম।

মাস চারেক আগেই এটির শুটিং করেছেন। নাঈম বলেন, ‘রাজু ভাই ও শাহরিয়ার তাসদিকের সঙ্গে আগেও কাজ করেছি। এ বছরের শুরুতেও মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠান করেছিলাম তাঁদের সঙ্গে। সেটা খুব পছন্দ করেছিল দর্শক।

তখন থেকেই মাছরাঙার জন্য একটি ধারাবাহিক করার কথা চলছিল। গল্পটা শোনার পর দেখলাম এই শহরের মানুষেরই গল্প, ভালো লেগেছে।

শিক্ষক নাঈম

‘সিটি লাইফ’-এ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ভূমিকায় আছেন নাঈম। তাই জানতে চাওয়া, বাস্তব জীবনে কখনো পাঠদান করেছিলেন কি না? আর শিক্ষকের ভূমিকায় তাঁকে দেখে সহশিল্পীদের প্রতিক্রিয়াই বা কেমন ছিল? “ছোটবেলায় বেশ কিছু টিউশনি করেছিলাম, এসএসসি পরীক্ষারও আগে।

এই নাটকের শুটিংয়ে ম্যানেজমেন্টের কোনো একটা বিষয় পড়াচ্ছিলাম। চিত্রনাট্যে অত বিস্তারিত ছিল না। নিজের মতো করেই ব্যাখ্যা দিচ্ছিলাম। পরে সহশিল্পীরা বলেছেন, ‘ভাই, আপনাকে শিক্ষকের মতোই লাগছে। মনে হচ্ছে একদম সত্যিকারের ক্লাস করছি।’সব মিলিয়ে ভালোই লেগেছে কাজটি করে”—বলেন নাঈম।

মাধ্যম নয়, কাজেই মন

নাঈমকে এখন ওটিটিতেই বেশি দেখা যায়। নাটকের কাজ করেন কালেভদ্রে। এ বিষয়ে তাঁর নিজস্ব ব্যাখ্যাও রয়েছে, ‘আমি যখন যে কাজ করি, তখন সেটা নিয়েই থাকি। এটা সবাই খুব ভালো করে জানেন। অনেক কাজ একসঙ্গে নিয়ে ছোটাছুটি করি না। এখন মাধ্যম নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। দিনশেষে সব কাজই ডিজিটাল প্ল্যাটফরমে যাচ্ছে। গল্প আর টিম—এই দুটোর সমন্বয় যদি পছন্দ হয়, সে কাজ আমি করি।’

বাংলাদেশের আমির খান

মে-তে চরকিতে মুক্তি পায় সালজার রহমানের কল্পবিজ্ঞান সিরিজ ‘কালপুরুষ’। এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন নাঈম। চরিত্রটির জন্য বাড়িয়েছিলেন ৪০ কেজি ওজন! ছেড়েছেন অনেক কাজ। সেসব ত্যাগ মুক্তির পর কতখানি সার্থক? নাঈম বলেন, “শুরুতে বলি, পৃথিবীর যত মানুষ এই কাজটি দেখেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। ইন্তেখাব দিনার তো ফেসবুক স্ট্যাটাসে আমাকে উদ্দেশ্য করে বলেই ফেললেন, ‘আমাদের আমির খান।’ সিনিয়র অভিনয়শিল্পীদের প্রায় সবাই কাজটা নিয়ে মতামত দিয়েছেন। আসলে আমাদের স্বপ্ন ও দক্ষতার অভাব নেই। শিল্পী, নির্মাতা, প্রযোজক, সাংবাদিক আমরা প্রত্যেকেই নিজের কাজটা ভালোবাসি। যদি রিমার্কেবল কিছু করার সুযোগ পাই, সেটা আমরাও করতে পারি। শুধু চরিত্রের জন্য শরীরের এমন পরিবর্তনের কথা উঠলে হলিউডের ক্রিশ্চিয়ান বেল, ভারতের আমির খানের কথা আসে; আর বাংলাদেশে এফ এস নাঈম। এই কথা যখন মানুষ বলে, তখন মনে হয় আমার পরিশ্রম শতভাগ সার্থক। তবে এটা আমার একার সাফল্য নয়, সব অভিনয়শিল্পীর সাফল্য, যাঁরা কাজটি করেছেন, তাঁদের সাফল্য।”

নতুন কাজ

নতুন কাজের খবর জানতে চাইতেই নাঈম জানালেন, এখনো ‘কালপুরুষ’-এর ধাক্কা সামলাতে হচ্ছে তাঁকে। শরীরের ওজন আরো কিছুটা কমানো বাকি। অক্টোবর নাগাদ ফিরবেন শুটিংয়ে। দ্রুত কমাতে পারছেন না, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এরই মধ্যে কিছু কাজে যুক্ত হয়েছেন। সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া বারণ। আশ্বস্ত করলেন, দর্শকের পছন্দসই কাজ নিয়েই আসবেন পর্দায়।

গানের নাঈম

জুনে ‘মায়া’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন নাঈম। অডিও স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইতে শোনা যাচ্ছে এটি। নাঈম জানান, প্রকাশের পর অনেকের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। আগামী ভালোবাসা দিবসেও নতুন গান প্রকাশ করবেন তিনি। গানের সঙ্গে সখ্যের বিষয়ে নাঈমের মন্তব্য, ‘আমি আগে গানের মানুষ ছিলাম, পরে অভিনয়ে এসেছি। অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে মাঝে গান করা হয়নি। এখন কিছুটা স্থিতিশীল হয়েছি, তাই গানেও সময় দিচ্ছি। আর এই গানগুলো ৮-৯ বছর আগে তৈরি করা। সেগুলোই এক এক করে প্রকাশ করছি।’

বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ০৩ / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: