ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়

  • পোস্ট হয়েছে : ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • 56

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও কিছু পরিবর্তন আসতে পারে। সরিয়ে দেয়া হতে পারে আরও দু’একজন পরিচালককে। তবে, সরিয়ে দেয়ার আগেই বিসিবি থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়।

যদিও ক্রিকেট পাড়ায় নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগের খবরটি আজ বুধবার সন্ধ্যায় জানাজানি হয়। তবে তিনি গতকাল মঙ্গলবার রাতেই পদত্যাগ পত্র পাঠান বলে জানা গেছে। জাগো নিউজকে বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন দুর্জয় নিজেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে যেভাবে পরিবর্তনের ছোঁয়া লাগে, সে ধারাবাহিকতায় বিসিবিতে সবার আগে পদত্যাগ করেন সাবেক ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি জালাল ইউনুস। এরপর সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। এরপর নাদেল চৌধুরী আর তানভির আহমেদ টিটুও পদত্যাগ করেন।

অন্যদিকে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালার ইউনুসের জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক পদে মনোনীত করে। এরপর ফারুক আহমেদকে পরে বোর্ড সভাপতিও নির্বাচিত করা হয়।

গত কদিন ধরেই শোনা যাচ্ছিলো, বিসিবিতে আরও পরিবর্তন ঘটতে যাচ্ছে। আগামীতে আরও কয়েকজন পরিচালকের পদত্যাগ করার গুঞ্জন আছে। এ তালিকায় আহমেদ নাজিব, মঞ্জুর কাদের, গোলাম মোর্তজা পাপ্পা, আ জ ম নাসির ও শেখ সোহেলের নাম আছে।

নাইমুর রহমান দুর্জয়েরও নাম ছিল ওই তালিকায়। দুর্জয় পদত্যাগ করে ফেলেছেন। এখন ওপরে যাদের কথা বলা হলো তারা কি পদত্যাগ করবেন? নাকি বিসিবির পরপর তিন সভায় অনুপস্থিত থেকে নিজেদের পরিচালক পদ থেকে অন্যভাবে সরে দাঁড়াবেন সেটাই দেখার।

বিজনেস আওয়ার/ ০৪ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়

পোস্ট হয়েছে : ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও কিছু পরিবর্তন আসতে পারে। সরিয়ে দেয়া হতে পারে আরও দু’একজন পরিচালককে। তবে, সরিয়ে দেয়ার আগেই বিসিবি থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়।

যদিও ক্রিকেট পাড়ায় নাইমুর রহমান দুর্জয়ের পদত্যাগের খবরটি আজ বুধবার সন্ধ্যায় জানাজানি হয়। তবে তিনি গতকাল মঙ্গলবার রাতেই পদত্যাগ পত্র পাঠান বলে জানা গেছে। জাগো নিউজকে বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন দুর্জয় নিজেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে যেভাবে পরিবর্তনের ছোঁয়া লাগে, সে ধারাবাহিকতায় বিসিবিতে সবার আগে পদত্যাগ করেন সাবেক ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি জালাল ইউনুস। এরপর সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। এরপর নাদেল চৌধুরী আর তানভির আহমেদ টিটুও পদত্যাগ করেন।

অন্যদিকে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালার ইউনুসের জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক পদে মনোনীত করে। এরপর ফারুক আহমেদকে পরে বোর্ড সভাপতিও নির্বাচিত করা হয়।

গত কদিন ধরেই শোনা যাচ্ছিলো, বিসিবিতে আরও পরিবর্তন ঘটতে যাচ্ছে। আগামীতে আরও কয়েকজন পরিচালকের পদত্যাগ করার গুঞ্জন আছে। এ তালিকায় আহমেদ নাজিব, মঞ্জুর কাদের, গোলাম মোর্তজা পাপ্পা, আ জ ম নাসির ও শেখ সোহেলের নাম আছে।

নাইমুর রহমান দুর্জয়েরও নাম ছিল ওই তালিকায়। দুর্জয় পদত্যাগ করে ফেলেছেন। এখন ওপরে যাদের কথা বলা হলো তারা কি পদত্যাগ করবেন? নাকি বিসিবির পরপর তিন সভায় অনুপস্থিত থেকে নিজেদের পরিচালক পদ থেকে অন্যভাবে সরে দাঁড়াবেন সেটাই দেখার।

বিজনেস আওয়ার/ ০৪ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: