ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বর্জ্য কাপড় থেকে কাপড় উৎপাদনের ইউনিট করবে এনভয়

  • পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বর্জ্য কাপড় থেকে সূতা ও কাপড় উৎপাদনের একটি ইউনিট স্থাপন করবে। কোম্পানির বর্তমান কারখানা প্রাঙ্গনে এই ইউনিট স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৩৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এনভয়ের কারখানায় কাপড় উৎপাদন পর্যায়ে যে বর্জ্য উৎপাদিত হয় তা এবং বাইরের ব্যবহৃত কাপড়ের বর্জ্যকে আলোচিত ইউনিটে কাপড় উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। বিদেশী ক্রেতা ও ভোক্তাদের মধ্যে এ ধরনের পুনঃব্যবহৃত কাপড়ের চাহিদা বাড়তে থাকায় কোম্পানিটি এই ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে। আলোচিত ইউনিটের মাধ্যমে কোম্পানির পরিবেশ-বান্ধব পণ্য উৎপাদনের ক্ষমতাই শুধু বাড়বে না, এর ফলে কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত ইউনিট স্থাপনে ২৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে। এর ৩০ শতাংশ কোম্পানির মূরধন থেকে এবং বাকী ৭০ শতাংশ ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। ইউনিটটিতে দৈনিক ১২ মেট্রিক টন কাপড় প্রক্রিয়াজাত করা হবে, যা থেকে ৯৮ শতাংশ কাপড় উৎপাদন করা যাবে।

এনভয় টেক্সটাইলসের আলোচিত ইউনিটটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার পর তা থেকে বছরে ৮ কোটি টাকা মুনাফা আসবে।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বর্জ্য কাপড় থেকে কাপড় উৎপাদনের ইউনিট করবে এনভয়

পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বর্জ্য কাপড় থেকে সূতা ও কাপড় উৎপাদনের একটি ইউনিট স্থাপন করবে। কোম্পানির বর্তমান কারখানা প্রাঙ্গনে এই ইউনিট স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৩৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এনভয়ের কারখানায় কাপড় উৎপাদন পর্যায়ে যে বর্জ্য উৎপাদিত হয় তা এবং বাইরের ব্যবহৃত কাপড়ের বর্জ্যকে আলোচিত ইউনিটে কাপড় উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। বিদেশী ক্রেতা ও ভোক্তাদের মধ্যে এ ধরনের পুনঃব্যবহৃত কাপড়ের চাহিদা বাড়তে থাকায় কোম্পানিটি এই ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে। আলোচিত ইউনিটের মাধ্যমে কোম্পানির পরিবেশ-বান্ধব পণ্য উৎপাদনের ক্ষমতাই শুধু বাড়বে না, এর ফলে কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত ইউনিট স্থাপনে ২৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে। এর ৩০ শতাংশ কোম্পানির মূরধন থেকে এবং বাকী ৭০ শতাংশ ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। ইউনিটটিতে দৈনিক ১২ মেট্রিক টন কাপড় প্রক্রিয়াজাত করা হবে, যা থেকে ৯৮ শতাংশ কাপড় উৎপাদন করা যাবে।

এনভয় টেক্সটাইলসের আলোচিত ইউনিটটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার পর তা থেকে বছরে ৮ কোটি টাকা মুনাফা আসবে।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: