স্পোর্টস ডেস্ক: অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বরার্ট ব্রুস। যে গল্প আমরা ছোটবেলায় বহুবার পড়েছি। যুদ্ধে বারবার পরাজিত হলেও আশা ছেড়ে দেননি তিনি। শেষ পর্যন্ত মাকড়সার সফলতায় অনুপ্রাণিত হয় সপ্তমবারের মতো যুদ্ধ গিয়ে জয়লাভ করেছিলেন এই ব্রিটিশ বীর।
ব্রুসের সেই অধ্যবসায়কেও যেন হার এবার মানালো সান মেরিনো। টানা ২০ বছর ধরে লড়াই করেও জয় দেখেনি ইউরোপের এই ফুটবল দলটি। যদিও এ সময়ে ১৪০টি ম্যাচ খেলেছিল তারা। অবশেষে ইতিহাস গড়েই বিজয় পতাকা উড্ডীন করেছে ফিফার আওতায় থাকা সান মেরিনো। এর আগে ফিফার অর্ন্তভূক্ত কোনো দল একটানা ২০ বছর জয়হীন ছিল না।
গতকাল বৃস্পতিবার উয়েফা নেশনস লিগে লিচেনস্টাইনের বিপক্ষে ১-০ গোলে জয় পায় সান মেরিনো। ম্যাচের একমাত্র গোলটি করেন সান মেরিনোর ১৯ বছর বয়সী তারকা নিকো স্যানসোলি।
আগেও একবার জয় পেয়েছিল সান মেরিনো। সেটি ২০ বছর আগে। ২০০৪ সালে পাওয়া সেই জয়টিও ছিল লিচেনস্টাইনের বিপক্ষে। সেই ম্যাচেও ১-০ ব্যবধানে জিতেছিল ইতালির মাঝখানে অবস্থিত ছিদ্রায়িত দেশ হিসেব খ্যাত সান মেরিনো। সেটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
সে হিসেবে এই প্রথম প্রতিযোগিতামূলক কোনো আসরে জয় পেলো সান মেরিনো। ২০২১ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল সান মেরিনো। এরপর থেকেই আস্তে আস্তে উন্নতি করার চেষ্টা করে মাত্র ৬১ বর্গকিলোমিটার আয়োতনের দেশটি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। তবে ফিফা র্যাঙ্কিংয়ের তলানি থেকে নিজেদের তুলে আনতে পারেনি ৩৩ হাজার জনসংখ্যার এই দেশ। বর্তমানেও র্যাঙ্কিংয়ের তলানীর দল হিসেবে ২১০তম অবস্থানে আছে সান মেরিনো।
বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর / রানা