ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সালমান শাহর চলে যাওয়ার দিন আজ

  • পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • 44

বিনোদন ডেস্ক: কোটি তরুণীর স্বপ্নের নায়ক ছিলেন তিনি। ছিলেন ঢালিউডের ধূমকেতু। মাত্র তিন বছরের চলচ্চিত্রজীবনে জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়া স্পর্শ করেছিলেন। সেই অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার দিন আজ।

১৯৯৬ সালের আজকের দিনে তাঁর রহস্যমৃত্যু হয়। যে রহস্যের সন্তোষজনক কিনারা হয়নি আজও। এখনো তার মৃত্যু নিয়ে চলে আলোচনা-সমালোচনা। তবে ঘটনা যাই হোক অল্প সময়ের ক্যারিয়ারে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।

তৈরি করেছেন অসংখ্যা ভক্ত। মুত্যর পরও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। সালমানের অভিনয়জীবন শুরু হয় ১৯৮৫ সালে, বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে আসেন চলচ্চিত্রে।

প্রথম ছবিতেই বাজিমাত। পরের তিন বছরে অভিনয় করেছেন ২৭টি ছবিতে। অধিকাংশই হয়েছে দর্শকপ্রিয়, বাণিজ্যিকভাবে সফল। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর, মৌসুমীসহ অনেক তারকা।

আজ ৬ সেপ্টেম্বর সেই কালজয়ী নায়কের ২৮তম মৃত্যুবার্ষিকী। কিন্তু সেদিন তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল, ২৮ বছর পর আজও জানা গেলো না সেই রহস্য। মামলার তদন্তভার বারবার বদল হলেও, এখনও রয়ে গেছে ধোঁয়াশা। ঘটনার দিন রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা প্রয়াত কমর উদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু মৃত্যুর এক বছর না যেতেই ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান আদালতে। এতে সালমান শাহর মৃত্যুরহস্যে নতুন মোড় নেয়।ছেলে আত্মহত্যা করেছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল, তা না জানার কষ্ট বুকে নিয়ে ছয় বছর পর ২০০২ সালে মারা যান বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সালমান শাহর চলে যাওয়ার দিন আজ

পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: কোটি তরুণীর স্বপ্নের নায়ক ছিলেন তিনি। ছিলেন ঢালিউডের ধূমকেতু। মাত্র তিন বছরের চলচ্চিত্রজীবনে জনপ্রিয়তার সর্বোচ্চ চূড়া স্পর্শ করেছিলেন। সেই অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার দিন আজ।

১৯৯৬ সালের আজকের দিনে তাঁর রহস্যমৃত্যু হয়। যে রহস্যের সন্তোষজনক কিনারা হয়নি আজও। এখনো তার মৃত্যু নিয়ে চলে আলোচনা-সমালোচনা। তবে ঘটনা যাই হোক অল্প সময়ের ক্যারিয়ারে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।

তৈরি করেছেন অসংখ্যা ভক্ত। মুত্যর পরও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। সালমানের অভিনয়জীবন শুরু হয় ১৯৮৫ সালে, বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে আসেন চলচ্চিত্রে।

প্রথম ছবিতেই বাজিমাত। পরের তিন বছরে অভিনয় করেছেন ২৭টি ছবিতে। অধিকাংশই হয়েছে দর্শকপ্রিয়, বাণিজ্যিকভাবে সফল। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর, মৌসুমীসহ অনেক তারকা।

আজ ৬ সেপ্টেম্বর সেই কালজয়ী নায়কের ২৮তম মৃত্যুবার্ষিকী। কিন্তু সেদিন তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল, ২৮ বছর পর আজও জানা গেলো না সেই রহস্য। মামলার তদন্তভার বারবার বদল হলেও, এখনও রয়ে গেছে ধোঁয়াশা। ঘটনার দিন রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা প্রয়াত কমর উদ্দিন আহমদ চৌধুরী। কিন্তু মৃত্যুর এক বছর না যেতেই ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করার আবেদন জানান আদালতে। এতে সালমান শাহর মৃত্যুরহস্যে নতুন মোড় নেয়।ছেলে আত্মহত্যা করেছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল, তা না জানার কষ্ট বুকে নিয়ে ছয় বছর পর ২০০২ সালে মারা যান বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী।

বিজনেস আওয়ার/ ০৬ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: